শিরোনাম:
হিজলগাড়ীতে চোলাই মদ ও গাঁজাসহ কেয়ামত আটক
সমীকরণ প্রতিবেদন
- আপলোড টাইম : ০৪:১৯:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
- / ৪০ বার পড়া হয়েছে
প্রতিবেদক, হিজলগাড়ী:
দর্শনা থানার হিজলগাড়ী ক্যাম্প পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে চোলাই মদ ও গাঁজাসহ কেয়ামত নামের এক ব্যক্তিকে আটক করেছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাত ৮টার দিকে হিজলগাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ফজলুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে হিজলগাড়ী-দর্শনা সড়কের ডিহি কালভার্ট নামক স্থানে অবস্থান নেন। এসময় ১০ লিটার চোলাই মদ ও ১০০ গ্রাম গাঁজাসহ হিজলগাড়ী ফার্মপাড়ার আবুল হোসেনের ছেলে কেয়ামতকে আটক করেন। গতকালই তাকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে বলে হিজলগাড়ী ক্যাম্প ইনচার্জ এসআই ফজলুর রহমান জানিয়েছেন।
ট্যাগ :