হিফজুল কুরআন প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ে সুযোগ পেলেন বাইজিদ বুস্তামি
- আপলোড টাইম : ১০:২৮:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩
- / ৫৬ বার পড়া হয়েছে
সমীকরণ প্রতিবেদক:
২৮তম হিফজুল কুরআন প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে অংশ নিয়ে প্রথম স্থান অধিকারের পর বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ পেয়েছে চুয়াডাঙ্গার মারকাযুত তাক্বওয়া মাদ্রাসার হিফজুল কুরআন বিভাগের ছাত্র বাইজিদ বুস্তামি। সে চুয়াডাঙ্গার গোপিনাথপুর গ্রামের শামীম হোসেনের ছেলে। আগামী ২৪ নভেম্বর যশোরে অনুষ্ঠিতব্য ২৮তম হিফজুল কুরআন প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ে ঘ- গ্রুপে (৩০ পারা) অংশ নেবেন তিনি। এরপূর্বে গত ৮ নভেম্বর ঘ- গ্রুপে উপজেলা পর্যায়ে ও পরবর্তীতে ১৪ নভেম্বর জেলা পর্যায়ে অংশ নিয়ে বাইজিদ বুস্তামি প্রথম স্থান অর্জন করে।
এদিকে, উপজেলা ও জেলা পর্যায়ের পর বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ পাওয়ায় বাইজিদ বুস্তামিকে শুভেচ্ছা জানিয়ে তার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন চুয়াডাঙ্গার মারকাযুত তাক্বওয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবু হুরাইরা (নিউটন) ও মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মো. মোখলেছুর রহমান।