গাংনীতে বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাস রুম উদ্বোধনীতে এমপি সেলিনা আকতার বানু
- আপলোড টাইম : ০৮:২০:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০১৬
- / ৪১৪ বার পড়া হয়েছে
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার হোগলবাড়িয়া মহাম্মদপুর হাজী ভরস উদ্দীন মাধ্যামিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাস রুম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সংরক্ষিত মহিলা এমপি সেলিনা আকতার বানু বলেছেন, শুধু শিক্ষিত হলে চলবে না সুশিক্ষায় শিক্ষিত আহবান জানান তিনি। চাকুরী পাবার নেশায় শুধু ক্লাসের পড়া শেষ করলে হবে না। সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের সেবা করতে হবে। তিনি আরো বলেছেন, শিক্ষার উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে। সরকারের পাশাপাশি নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান গুলোয় নিজেদের আর্থিক সহযোগিতা করতে হবে। গতকাল রোববার বেলা সাড়ে ১১ টার দিকে হাজি ভরষউদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাস রুম এর শুভ উদ্বোধন ঘোষনা করা হয়। সাবেক সংসদ সদস্য ও এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক নুরুল হক সাহেবের ছেলে ও বর্তমান সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা আকতার বানুর ছোট ভাই এএইচ এম ডাঃ নাজমুল হক সাগরের সহযোগিতায় নির্মিত হচ্ছে এ মাল্টিমিডিয়া ক্লাস রুমটি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের আইসি এস আই মিন্টু, হোগলবাড়িয়া মহাম্মাদপুর হাজী ভরস উদ্দীন মাধ্যামিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি রবিউল ইসলাম, সাবেক ছাত্রনেতা মনিরুল ইসলাম শাবানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।