ইপেপার । আজ শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

গাংনীতে বাল্য বিয়ের আয়োজন করায় কনের পিতার কারাদণ্ড

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:১৯:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০১৬
  • / ৩৪১ বার পড়া হয়েছে

গাংনী অফিস: মেহেরপুরের গাংনী পৌর এলাকার বাঁশবাড়িয়ায় বাল্য বিয়ের আয়োজন করার অপরাধে কনের পিতাকে ১৪ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল রবিবার রাত ৯টার দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট এস এম জামাল আহম্মেদ এ রায় প্রদান করেন। ভ্রাম্যমান  আদালত সূত্রে জানা যায়, বাঁশবাড়িয়া এলাকার রুস্তম আলীর মেয়ে বাশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী ববি খাতুনের বিয়ের আয়োজন করে তার পরিবার। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট এস এম জামাল আহম্মেদ গাংনী থানা পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে হাজির হয়। পরে বিয়ের আয়োজনের বিষয়টি নিশ্চিৎ হলে বিচারক কনের পিতা রুস্তম আলিকে এ কারাদন্ড প্রদান করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

গাংনীতে বাল্য বিয়ের আয়োজন করায় কনের পিতার কারাদণ্ড

আপলোড টাইম : ০৮:১৯:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০১৬

গাংনী অফিস: মেহেরপুরের গাংনী পৌর এলাকার বাঁশবাড়িয়ায় বাল্য বিয়ের আয়োজন করার অপরাধে কনের পিতাকে ১৪ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল রবিবার রাত ৯টার দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট এস এম জামাল আহম্মেদ এ রায় প্রদান করেন। ভ্রাম্যমান  আদালত সূত্রে জানা যায়, বাঁশবাড়িয়া এলাকার রুস্তম আলীর মেয়ে বাশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী ববি খাতুনের বিয়ের আয়োজন করে তার পরিবার। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট এস এম জামাল আহম্মেদ গাংনী থানা পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে হাজির হয়। পরে বিয়ের আয়োজনের বিষয়টি নিশ্চিৎ হলে বিচারক কনের পিতা রুস্তম আলিকে এ কারাদন্ড প্রদান করেন।