
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা কলেজপাড়ার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নূর মোহাম্মদ জকু হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। খবর পেয়ে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ জকুকে শেষবার দেখতে ছুটে যান। এসময় তিনি নূর মোহাম্মদ জকুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। পরে বিকেল সাড়ে চারটায় আলমডাঙ্গা দারুস সালাম ঈদগাহ মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়।
জানা যায়, গতকাল ভোর পাঁচটার দিকে নিজ বাড়িতে অবস্থানকালে হৃদরোগে আক্রান্ত হন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নূর মোহাম্মদ জকু। এসময় পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে স্থানীয় শেফা ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা, পৌর শহরের মুক্তিযোদ্ধা ও পরিচিতজনেরা মরহুমের বাড়িতে ছুটে আসেন। বিকেল সাড়ে চারটায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদের নেতৃত্বে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ও চুয়াডাঙ্গা পুলিশ লাইনের একটি চৌকশ পুলিশ দল বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন।
মরহুমার জানাজা ও দাফনকার্যে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সম্পাদক মতিয়ার রহমান ফারুক, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান, মাসুদ রানা তুহিন, সাবেক সহসভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, বীর মুক্তিযোদ্ধা ডা. শাহবুদ্দিন শাবু, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা সাবেক পৌর মেয়র এম সবেদ আলী, বীর মুক্তিযোদ্ধা মইনদ্দিন পারভেজ, বীর মুক্তিযোদ্ধা আলতাব হোসেন, বীর মুক্তিযোদ্ধা ডা. একারামুল হক, ডা. লিয়াকত আলী, আব্দুল জব্বার, রবিউল হক, আবেছদ্দিন, আজিবর রহমান, অ্যাড. সেলিম খান, হেলাল উদ্দিন, অ্যাড. সালমুন আহম্মেদ ডন, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ শামসুল আবেদীন খোকন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, বীর মুক্তিযোদ্ধা খন্দকার হামিদুল ইসলাম, ইসমাইল হোসেন, আব্দুল কুদ্দুস কমান্ডার, দিদার আলী, নওয়াব আলী, মনীন্দ্রনাথ দত্ত, আব্দুল লতিফ, মনি মাস্টারসহ স্বজন ও প্রতিবেশীরা।