ইপেপার । আজ রবিবার, ২০ এপ্রিল ২০২৫

দর্শনার সাদা মনের মানুষ ইছাহক আলী আর নেই

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:০১:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০১৬
  • / ৫৫৩ বার পড়া হয়েছে

দর্শনা অফিস: গতকাল দর্শনা কেরু চিনিকলের মেনুফ্যাকচারী বিভাগে অবসর প্রাপ্ত শ্রমিক পরানপুর গ্রামের মৃত. ওয়ারেশ জোর্য়াদ্দারের ছেলে ইছাহক আলী জোর্য়াদ্দার বেলা ১টার দিকে বিষ্ণপুর মেয়ে বাড়িতে বেড়াতে গিয়ে ইন্তেকাল করেছে (ইন্না লিল্লাহী….রাজেউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর। সে দর্শনা পৌর সাবেক ছাত্রদলের সভাপতি এবং বর্তমান দর্শনা পৌর বিএনপি যুম্ম সাধারণ সম্পাদকের বড় চাচা। বিকাল ৪টায় ইছাহক আলী জোর্য়াদ্দার লাশ পরানপুর এলে তার ছেলে মেয়ে কান্নায় ভেঙ্গে পড়ে। এছাড়া সে একজন সাদা মনের মানুষ হওয়ায় গ্রামের সকল শ্রেণীর মানুষের চোখের জলে ভিজে যায়। তাকে ছোট বড় সবাই শ্রোদ্ধা করতেন। গতকাল রাত ৯টায় পরানপুর ঈগাহ মাঠে জানা শেষে পরানপুর গোরস্থানে দাফন সর্ম্পূন হয়। তার জানাজায় কেরুজ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স, বিএনপি নেতা রহম আলী, সমাজ সেবক আকমত আলী, দর্শনা পৌর বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান বুলেট, দর্শনা সরকারী কলেজের সাবেক ছাত্রদলের ভিপি হারুন অর রশিদ, পরানপুরের শাহাজান আলী, মোসলেম জোয়ার্দ্দার ৫নং ওর্য়াড কাউন্সিলন নজরুল ইসলাম, যুবদলের নাহারুল ইসলাম, ছাত্রদল, যুবদলসহ সকল দলমত, আত্মীয় স্বজন, শোভাকাংখিসহ অসংখ্য মানুষ জানাজায় অংশ নেয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

দর্শনার সাদা মনের মানুষ ইছাহক আলী আর নেই

আপলোড টাইম : ০৮:০১:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০১৬

দর্শনা অফিস: গতকাল দর্শনা কেরু চিনিকলের মেনুফ্যাকচারী বিভাগে অবসর প্রাপ্ত শ্রমিক পরানপুর গ্রামের মৃত. ওয়ারেশ জোর্য়াদ্দারের ছেলে ইছাহক আলী জোর্য়াদ্দার বেলা ১টার দিকে বিষ্ণপুর মেয়ে বাড়িতে বেড়াতে গিয়ে ইন্তেকাল করেছে (ইন্না লিল্লাহী….রাজেউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর। সে দর্শনা পৌর সাবেক ছাত্রদলের সভাপতি এবং বর্তমান দর্শনা পৌর বিএনপি যুম্ম সাধারণ সম্পাদকের বড় চাচা। বিকাল ৪টায় ইছাহক আলী জোর্য়াদ্দার লাশ পরানপুর এলে তার ছেলে মেয়ে কান্নায় ভেঙ্গে পড়ে। এছাড়া সে একজন সাদা মনের মানুষ হওয়ায় গ্রামের সকল শ্রেণীর মানুষের চোখের জলে ভিজে যায়। তাকে ছোট বড় সবাই শ্রোদ্ধা করতেন। গতকাল রাত ৯টায় পরানপুর ঈগাহ মাঠে জানা শেষে পরানপুর গোরস্থানে দাফন সর্ম্পূন হয়। তার জানাজায় কেরুজ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স, বিএনপি নেতা রহম আলী, সমাজ সেবক আকমত আলী, দর্শনা পৌর বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান বুলেট, দর্শনা সরকারী কলেজের সাবেক ছাত্রদলের ভিপি হারুন অর রশিদ, পরানপুরের শাহাজান আলী, মোসলেম জোয়ার্দ্দার ৫নং ওর্য়াড কাউন্সিলন নজরুল ইসলাম, যুবদলের নাহারুল ইসলাম, ছাত্রদল, যুবদলসহ সকল দলমত, আত্মীয় স্বজন, শোভাকাংখিসহ অসংখ্য মানুষ জানাজায় অংশ নেয়।