ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে প্রয়াত রাষ্ট্রপতি জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের ৯৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। জেলা জাতীয় পার্টির আয়োজনে গতকাল সোমবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সে সময় জেলা জাতীয় পার্টির সভাপতি রাশেদ মাজমাদার, সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম মিলন, দপ্তর সম্পাদক অরবিন্দু বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক কবির উদ্দিন, সহসভাপতি আজিজুর রহমান (অটো), যুগ্ম-সাধারণ সম্পাদক ফিরোজ কবির, সাংগঠনিক সম্পাদক আসিফ উদ্দিন লাভলু, অর্থ সম্পাদক হারুন উর রশিদ, যুববিষয়ক সম্পাদক সুলতান রাজা জুয়েলসহ অন্যান্যরা বক্তব্য দেন।
বক্তারা প্রয়াত রাষ্ট্রপতির রাজনৈতিক আদর্শ বুকে লালন করে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। আলোচনা শেষে অবসরপ্রাপ্ত মেজর মাহফুজুর রহমানের সৌজন্যে ২০ পাউন্ডের কেক কাটা হয়।