ঝিনাইদহে শিক্ষার্থীদের মধ্যে সাইকেল ও সেলাই মেশিন বিতরণ
- আপলোড টাইম : ০৯:১৬:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩
- / ৩৬ বার পড়া হয়েছে
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে গরীব-মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল, গরীব ও অসহায় নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এছাড়া ফটোকপি মেশিন, বেঞ্চ, খেলাধুলার সামগ্রীসহ নানা উপকরণ বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা চত্বরে এসব উপকরণ বিতরণ করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া জেরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। বক্তব্য দেন ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রশিদ, সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমি, ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল ও মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত। অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ৪১ বাইসাইকেল, নারীদের মধ্যে ৪১ সেলাই মেশিন, ১০ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার, ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে ফটোকপি মেশিন, ১০টি স্প্রে মেশিন, ৪৪ জোড়া বেঞ্চ, স্কুলব্যাগ ও খেলার সামগ্রী বিতরণ করা হয়।