শিরোনাম:
চুয়াডাঙ্গায় পুরোহিতের ওপর হামলার ঘটনা লাদেন আটক
সমীকরণ প্রতিবেদন
- আপলোড টাইম : ০১:৪৯:৫১ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০১৬
- / ৩৭৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরের অবস্থিত শ্রী শ্রী সত্য নারায়ন মন্দিরের পুরোহিত পান্না লাল ত্রিবেদীর উপর গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে শহরের বাগানপাড়ার মৃত সাইদুর রহমানের ছেলে পারভেজ ওরফে লাদেন(২৮) মন্দিরে যেয়ে হামলা চালায়। পরবর্তীতে পুরোহিত থানায় লিখিত অভিযোগ করলে সদর ফাঁড়ির ইনচার্জ এসআই ওহিদ সঙ্গীয় ফোর্স নিয়ে বাগানপাড়া থেকে লাদেনকে আটক করে নিয়ে আসে। এবিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ তোজাম্মেল হক সাংবাদিকদের জানান, পারভেজ ওরফে লাদেন শহরের শ্রী শ্রী সত্য নারায়ন মন্দিরের পূজা চলাকালিন প্রসাদ নিতে গেলে পুরোহিত তাকে বলে পূজা শেষ হলে প্রসাদ নিও এত লাদেন ক্ষীপ্ত হয়ে পুরোহিত কিল ঘুষ মারতে থাকে এবং হত্যার হুমকী দিলে পুরোহিত থানায় এসে লিখিত অভিযোগ দিলে আমরা পারভেজ আটক করি।
ট্যাগ :