ইপেপার । আজ শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

মেহেরপুরে ১০ দফা দাবি আদায়ে বিএনপির বিক্ষোভ সমাবেশে বক্তারা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৫২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩
  • / ৭০ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:

বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবি আদায়, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বিকেলে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন সভাপতিত্ব করেন। পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন অ্যাড. জয়নাল আবেদিন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। এছাড়া জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন, মারুফ হাসান বিজনসহ জেলা ও উপজেলা বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, ‘জনগণ এখন আর আওয়ামী লীগের সাথে নেই। উচ্চ আদালতের নির্দেশনা অধীনস্থ আদালত ও পুলিশ এখন আর মানে না। মেহেরপুরসহ সারা দেশ থেকে ঢাকা অভিমুখে পদযাত্রা করে সরকারের পতন ঘটানো হবে। ২০১৮ সালের মতো নির্বাচন এ দেশে আর হবে না। জনগণই তাদের প্রতিহত করবে। আর তারেক রহমান রাজার বেশে বাংলাদেশে ফিরে আসবেন। মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন বলেন, জনগণের সংগ্রাম শুরু হয়েছে। লড়াইয়ের মধ্যদিয়ে আগামী তিন মাসের মধ্যে এই সরকারের পতন ঘটানো হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

মেহেরপুরে ১০ দফা দাবি আদায়ে বিএনপির বিক্ষোভ সমাবেশে বক্তারা

আপলোড টাইম : ০৭:৫২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩

সমীকরণ প্রতিবেদন:

বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবি আদায়, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বিকেলে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন সভাপতিত্ব করেন। পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন অ্যাড. জয়নাল আবেদিন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। এছাড়া জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন, মারুফ হাসান বিজনসহ জেলা ও উপজেলা বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, ‘জনগণ এখন আর আওয়ামী লীগের সাথে নেই। উচ্চ আদালতের নির্দেশনা অধীনস্থ আদালত ও পুলিশ এখন আর মানে না। মেহেরপুরসহ সারা দেশ থেকে ঢাকা অভিমুখে পদযাত্রা করে সরকারের পতন ঘটানো হবে। ২০১৮ সালের মতো নির্বাচন এ দেশে আর হবে না। জনগণই তাদের প্রতিহত করবে। আর তারেক রহমান রাজার বেশে বাংলাদেশে ফিরে আসবেন। মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন বলেন, জনগণের সংগ্রাম শুরু হয়েছে। লড়াইয়ের মধ্যদিয়ে আগামী তিন মাসের মধ্যে এই সরকারের পতন ঘটানো হবে।