ইপেপার । আজ মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

চুয়াডাঙ্গায় আম সংগ্রহ ও বাজারজাতকরণ বিষয়ক সভায় জেলা প্রশাসক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০২:৫২:৫২ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
  • / ৭০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় আম সংগ্রহ ও বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১৪ মে থেকে চুয়াডাঙ্গায় বাণিজ্যিক উদ্দেশ্যে আম সংগ্রহ, বিষাক্ত কেমিক্যাল ব্যবহার না করা এবং অসময়ে অপরিপক্ক আম সংগ্রহ বন্ধ রাখতে নির্দেশনা দেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন- জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিভাস চন্দ্র সাহা, চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ, জেলা মার্কেটিং অফিসার সহিদুল ইসলাম, উপজেলার কৃষি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন আম বাগান মালিক ও ব্যবসায়ীরা।

সভায় চুয়াডাঙ্গার বিভিন্ন আম বাগান মালিক, ব্যবসায়ী ও কৃষি কর্মকর্তাদের পরামর্শে জাত অনুযায়ী আম সংগ্রহের ভিন্ন ভিন্ন তারিখ নির্ধারণ করা হয়। আগামী ১৪ মে থেকে আটি আম, গুটি আম ও বোম্বাই জাতের আম সংগ্রহের মাধ্যমে আম সংগ্রহ শুরু হবে। এরপর ২২ মে থেকে হিমসাগর, ২৫ মে থেকে ল্যাংড়া, ৫ জুন থেকে আম্রপালি (বারি আম-৩), ২১ জুন থেকে ফজলি, ১ জুলাই থেকে আশ্বিনা (বারি আম-৪) সংগ্রহ শুরু হবে। চুয়াডাঙ্গা জেলার তাপমাত্রা ও বর্তমান আবহাওয়া বিবেচনা করে আম পাড়ার তারিখ নির্ধারণ করা হয়।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, আগামী ১৪ মে আটি আম, গুটি আম ও বোম্বাই জাতের আম সংগ্রহের মাধ্যমে আম সংগ্রহ শুরু হবে। এই তারিখের আগে কোনোভাবেই কেউ বাণিজ্যিক উদ্দেশ্যে আম গাছ থেকে সংগ্রহ করতে পারবে না। কোনো ব্যবসায়ী বা আমচাষি যদি আমে বিষাক্ত কেমিক্যাল মেশায়, অপরিপক্ব আম বাজারজাতকরণ করে অথবা যেকোনো অসাধু উপায় অবলম্বন করে তবে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গায় আম সংগ্রহ ও বাজারজাতকরণ বিষয়ক সভায় জেলা প্রশাসক

আপলোড টাইম : ০২:৫২:৫২ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় আম সংগ্রহ ও বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১৪ মে থেকে চুয়াডাঙ্গায় বাণিজ্যিক উদ্দেশ্যে আম সংগ্রহ, বিষাক্ত কেমিক্যাল ব্যবহার না করা এবং অসময়ে অপরিপক্ক আম সংগ্রহ বন্ধ রাখতে নির্দেশনা দেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন- জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিভাস চন্দ্র সাহা, চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ, জেলা মার্কেটিং অফিসার সহিদুল ইসলাম, উপজেলার কৃষি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন আম বাগান মালিক ও ব্যবসায়ীরা।

সভায় চুয়াডাঙ্গার বিভিন্ন আম বাগান মালিক, ব্যবসায়ী ও কৃষি কর্মকর্তাদের পরামর্শে জাত অনুযায়ী আম সংগ্রহের ভিন্ন ভিন্ন তারিখ নির্ধারণ করা হয়। আগামী ১৪ মে থেকে আটি আম, গুটি আম ও বোম্বাই জাতের আম সংগ্রহের মাধ্যমে আম সংগ্রহ শুরু হবে। এরপর ২২ মে থেকে হিমসাগর, ২৫ মে থেকে ল্যাংড়া, ৫ জুন থেকে আম্রপালি (বারি আম-৩), ২১ জুন থেকে ফজলি, ১ জুলাই থেকে আশ্বিনা (বারি আম-৪) সংগ্রহ শুরু হবে। চুয়াডাঙ্গা জেলার তাপমাত্রা ও বর্তমান আবহাওয়া বিবেচনা করে আম পাড়ার তারিখ নির্ধারণ করা হয়।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, আগামী ১৪ মে আটি আম, গুটি আম ও বোম্বাই জাতের আম সংগ্রহের মাধ্যমে আম সংগ্রহ শুরু হবে। এই তারিখের আগে কোনোভাবেই কেউ বাণিজ্যিক উদ্দেশ্যে আম গাছ থেকে সংগ্রহ করতে পারবে না। কোনো ব্যবসায়ী বা আমচাষি যদি আমে বিষাক্ত কেমিক্যাল মেশায়, অপরিপক্ব আম বাজারজাতকরণ করে অথবা যেকোনো অসাধু উপায় অবলম্বন করে তবে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।