চুয়াডাঙ্গায় জাল টাকা তৈরির মেশিনসহ মূলহোতা গ্রেপ্তার
- আপলোড টাইম : ০৯:০৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩
- / ৯৭ বার পড়া হয়েছে
সমীকরণ প্রতিবেদক:
খুলনার ডুমুরিয়া থানা-পুলিশের এক বিশেষ অভিযানে চুয়াডাঙ্গা পৌর এলাকা ও খুলনা সদর উপজেলা থেকে জাল টাকা ও তৈরির মেশিনসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে খুলনা থানা-পুলিশের আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ এপ্রিল ডুমুরিয়া উপজেলার ১৮ মাইল গরুর হাট থেকে ৫০০ টাকার ২১০টি জাল নোটসহ জাল টাকার কারবারি শামীম মাড়লকে (৩৫) গ্রেপ্তার করা হয়।
১ মে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের সময় সে জাল টাকা কারবারির মূলহোতা ও সহযাগেীর নাম প্রকাশ করেন। তার দেওয়া তথ্য মোতোবেক গত বুধবার রাতে চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি মোড়ে অভিযান চালিয়ে জাল টাকা তৈরির মূলহোতা জাহাঙ্গীর বিশ্বাসকে (৫৩) নমুনা জাল টাকাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তার নিকট থেকে জাল টাকা তৈরির মেশিন ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এর আগে খুলনা সদরের জাড়োগেট এলাকা থেকে তাদের অন্যতম সহযোগী আজম খানকে (৫৬) গ্রেপ্তার করা হয়।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া বলেন, ‘ওসি (তদন্ত) মুক্ত রায় চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে চুয়াডাঙ্গা থেকে ব্যবসার মূলহোতা জাহাঙ্গীর বিশ্বাসকে জাল টাকা ও তৈরির মেশিনসহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিসহ তাদের আরও সহযোগীদের নাম প্রকাশ করেছেন। এই চক্রের সঙ্গে জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।