ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

জীবননগরে নিখোঁজ ৩ স্কুলছাত্রী উদ্ধার, আটক ৪

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০০:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩
  • / ৮৪ বার পড়া হয়েছে

জীবননগর অফিস:
জীবননগরের কাশীপুর থেকে তিন স্কুলছাত্রী নিখোঁজের ১০ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে থানা-পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- জীবননগর উপজেলার মনোহরপুর মাঝেরপাড়ার শিহাব (১৮), নাঈম (১৯), চুয়াডাঙ্গা সদর উপজেলার ঝাঝরি বেগমপুরের ইয়াসিন হোসেন (১৮) ও লিখন হোসেন। পুলিশের দাবি, আটক চারজনই স্কুলছাত্রীদের সঙ্গে প্রেমের ফাঁদে ফেলে কৌশলে অপহরণ করে ঢাকায় পাচার করার পরিকল্পনা করেছিল।

জানা গেছে, উপজেলার সপ্তম ও ষষ্ঠ শ্রেণির ওই তিন শিক্ষার্থী গত বুধবার সকাল ৯টায় একসঙ্গে বিদ্যালয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। বিদ্যালয় থেকে তাদের বেলা ১টায় বাড়ি ফিরে আসার কথা ছিল। তবে তারা না ফেরায় অভিভাবকেরা বিদ্যালয়ে যেয়ে খোঁজ নিয়ে জানতে পারে, ওই তিন শিক্ষার্থী স্কুলে যায়নি। পরে অভিভাবকেরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে। তাদের কোথায়ও না পেয়ে জীবননগর থানায় সাধারণ ডায়েরি করে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা বলেন, ‘পরে লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। থানা-পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার ভোর ৪টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ঝাঁঝরি বেগমপুর গ্রামের মোহন মিয়ার বাড়ি থেকে ওই তিন শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়।’

ওসি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকেরা জানান, ওই তিন শিক্ষার্থীর সঙ্গে প্রেমের অভিনয় করে প্রতারণা করছিলেন। তারা তিন শিক্ষার্থীকে বৃহস্পতিবার সকালে ঢাকায় পাচার করার পরিকল্পনা করেছিল।’ এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেন জানান পুলিশের এই কর্মকর্তা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

জীবননগরে নিখোঁজ ৩ স্কুলছাত্রী উদ্ধার, আটক ৪

আপলোড টাইম : ০৯:০০:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩

জীবননগর অফিস:
জীবননগরের কাশীপুর থেকে তিন স্কুলছাত্রী নিখোঁজের ১০ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে থানা-পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- জীবননগর উপজেলার মনোহরপুর মাঝেরপাড়ার শিহাব (১৮), নাঈম (১৯), চুয়াডাঙ্গা সদর উপজেলার ঝাঝরি বেগমপুরের ইয়াসিন হোসেন (১৮) ও লিখন হোসেন। পুলিশের দাবি, আটক চারজনই স্কুলছাত্রীদের সঙ্গে প্রেমের ফাঁদে ফেলে কৌশলে অপহরণ করে ঢাকায় পাচার করার পরিকল্পনা করেছিল।

জানা গেছে, উপজেলার সপ্তম ও ষষ্ঠ শ্রেণির ওই তিন শিক্ষার্থী গত বুধবার সকাল ৯টায় একসঙ্গে বিদ্যালয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। বিদ্যালয় থেকে তাদের বেলা ১টায় বাড়ি ফিরে আসার কথা ছিল। তবে তারা না ফেরায় অভিভাবকেরা বিদ্যালয়ে যেয়ে খোঁজ নিয়ে জানতে পারে, ওই তিন শিক্ষার্থী স্কুলে যায়নি। পরে অভিভাবকেরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে। তাদের কোথায়ও না পেয়ে জীবননগর থানায় সাধারণ ডায়েরি করে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা বলেন, ‘পরে লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। থানা-পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার ভোর ৪টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ঝাঁঝরি বেগমপুর গ্রামের মোহন মিয়ার বাড়ি থেকে ওই তিন শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়।’

ওসি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকেরা জানান, ওই তিন শিক্ষার্থীর সঙ্গে প্রেমের অভিনয় করে প্রতারণা করছিলেন। তারা তিন শিক্ষার্থীকে বৃহস্পতিবার সকালে ঢাকায় পাচার করার পরিকল্পনা করেছিল।’ এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেন জানান পুলিশের এই কর্মকর্তা।