শিরোনাম:
জীবননগরে বেরসিক জনতার হাতে কপোত কপোতি আটক
সমীকরণ প্রতিবেদন
- আপলোড টাইম : ০১:৪০:৩০ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০১৬
- / ৪০৬ বার পড়া হয়েছে
জীবননগর অফিস: জীবননগরে বেরসিক জনতার হাতে কপোত কপোতি আটক। জানা গেছে গতকাল শনিবার সন্ধা সাড়ে ৭টার সময় জীবননগর পৌর সভার দত্তনগর রোডের তুলা মিল পাড়ার আবুল হোসেনের স্ত্রী ১ সন্তানের জননী আন্না খাতুন (৩৫) একই পৌর সভার ৭নং ওর্য়াডের মাদার বক্সের ছেলে রমজান হোসেন (৩৮) এর সঙ্গে অনৈতিক কার্যকলাপের সময় এলাকার সাধারন মানুষ তাদের দু জনকে আটক করে উত্তম মাধ্যম দিয়ে ছেড়ে দেয়। এদিকে এলাকাবসী থেকে জানা গেছে দত্তনগর রোডের তুলা মিলের পাশে আন্না খাতুন নিজে সহ বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকটি মেয়ে নিয়ে তাদের দিয়ে দেহ ব্যবসা করে চলেছে। এ ব্যাপারে এলাকাবাসী তার প্রতিবাদ করলে সে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে থাকে বলে জানা গেছে ।
ট্যাগ :