শিরোনাম:
চলে গেলেন গাংনীর সাবেক শিক্ষক শচীন্দ্রনাথ
সমীকরণ প্রতিবেদন
- আপলোড টাইম : ০১:৩৯:০৬ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০১৬
- / ৩৫৩ বার পড়া হয়েছে
গাংনী অফিস: চলে গেলেন গাংনীর সাবেক শিক্ষক শচীন্দ্রনাথ বিশ্বাস। শচীন্দ্রনাথ গাংনী উপজেলার জুগিন্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও ডাকবাংলাপাড়ার বাসিন্দা শচীন্দ্রনাথ বিশ^াস পরলোকগমনের খবরে গাংনীর হিন্দু সমাজসহ নিজ গ্রাম ও কর্মস্থুল জুগিন্দায় শোকের ছায়া নেমে আসে। বেশ কিছুদিন লিভারে ক্যান্সারে ভোগার পর গত বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়িতে তিনি শেষ নিস্বাস ত্যাগ করেন। মৃত্যৃকালে তিনি ৪ ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্যগুনাগ্রাহী রেখে গেছেন। তিনি গাংনী হিন্দু সমাজের সভাপতি ও হিন্দু কল্যাণ ট্রাস্টের সদস্য ছিলেন। তার মৃত্যুতে ইসলামী বিশ^বিদ্যাল ভিসি, প্রোভিসি, ও বঙ্গবন্ধু পরিষদসহ নানা শ্রেণী পেশার মানুষ শোক প্রকাশ করেছেন। তার জন্য দো’আ কামনা করেছেন তার ছেলে সুকেশ চন্দ্র, অমলেন্দু চন্দ্র, আশোক চন্দ্র, বিধান চন্দ্র ও মেয়ে নন্দিতা বিশ^াস।
ট্যাগ :