ইপেপার । আজ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

দর্শনায় পপুলার ইনস্যুরেন্সের মরনোত্তর ও মেয়াদ পুর্তির চেক প্রদান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০১:৩৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০১৬
  • / ৫১২ বার পড়া হয়েছে

jpgদর্শনা অফিস: দর্শনায় পুপলার লাইফ ইনস্যুরেন্সের জনপ্রিয় বীমা প্রজেক্টের মরনোত্তর ও মেয়াদ পুর্তির চেক গতকাল শনিবার বিকাল ৪টার প্রদান অনুষ্ঠিত হয়েছে। দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির কার্যালয়ে এ চেক প্রদান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে রেল বাজার দোকান মালিক সমিতির সহ সভাপতি আনোয়ার হোসেন রতনএর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রেল বাজার দোকান মালিক সমিতির সাধারন সম্পাদক সাবির হোসেন মিকা। এ সময় প্রধান অতিথি বীমা গ্রাহক কেরুজ চিনিকলের শ্রমিক মৃত আতর আলির মরোনোত্তীর্ন চেক তার ছেলে নাজিম উদিনসহ ৯জন গ্রাহকের হাতে বীমার মেয়াদোত্তীর্ন দাবীর চেক তুলে দেন। বিশেষ অতিথি ছিলেন, কোম্পানীর জনপ্রিয় বীমার চুয়াডাঙ্গা-২ সার্ভিসিং সেল ইনচার্জ গোলাম সরোয়ার ছোটন। আরও উপস্থিত ছিলেন, জনপ্রিয় বীমার কর্মকর্তা আকতার হোসেন, রেল বাজারের সহিদ হোসেন, আ. জলিল, বীমার দাবীর গ্রাহক মহাসীন আলি ইদু, আ. গাফ্ফার শক্তি, জাহাঙ্গীর আলম, দেলওয়ারা খাতুন ও সবুজ মিয়া। অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন, জনপ্রিয় বীমার দর্শনা জোনের এপিডি সাংবাদিক রাজিব মল্লিক।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

দর্শনায় পপুলার ইনস্যুরেন্সের মরনোত্তর ও মেয়াদ পুর্তির চেক প্রদান

আপলোড টাইম : ০১:৩৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০১৬

jpgদর্শনা অফিস: দর্শনায় পুপলার লাইফ ইনস্যুরেন্সের জনপ্রিয় বীমা প্রজেক্টের মরনোত্তর ও মেয়াদ পুর্তির চেক গতকাল শনিবার বিকাল ৪টার প্রদান অনুষ্ঠিত হয়েছে। দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির কার্যালয়ে এ চেক প্রদান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে রেল বাজার দোকান মালিক সমিতির সহ সভাপতি আনোয়ার হোসেন রতনএর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রেল বাজার দোকান মালিক সমিতির সাধারন সম্পাদক সাবির হোসেন মিকা। এ সময় প্রধান অতিথি বীমা গ্রাহক কেরুজ চিনিকলের শ্রমিক মৃত আতর আলির মরোনোত্তীর্ন চেক তার ছেলে নাজিম উদিনসহ ৯জন গ্রাহকের হাতে বীমার মেয়াদোত্তীর্ন দাবীর চেক তুলে দেন। বিশেষ অতিথি ছিলেন, কোম্পানীর জনপ্রিয় বীমার চুয়াডাঙ্গা-২ সার্ভিসিং সেল ইনচার্জ গোলাম সরোয়ার ছোটন। আরও উপস্থিত ছিলেন, জনপ্রিয় বীমার কর্মকর্তা আকতার হোসেন, রেল বাজারের সহিদ হোসেন, আ. জলিল, বীমার দাবীর গ্রাহক মহাসীন আলি ইদু, আ. গাফ্ফার শক্তি, জাহাঙ্গীর আলম, দেলওয়ারা খাতুন ও সবুজ মিয়া। অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন, জনপ্রিয় বীমার দর্শনা জোনের এপিডি সাংবাদিক রাজিব মল্লিক।