জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীনবরণ ও ইফতার মাহফিল
- আপলোড টাইম : ১১:০৫:৫০ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
- / ২০৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদের আয়োজনে নবীনবরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার এসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর পরিচালক, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য দিলিপ কুমার আগারওয়ালা।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ ডিভিশনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জাফর হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগেরর অধ্যাপক ড. সেলিনা মমতাজ, শিক্ষা ও গবেষণা বিভাগের প্রভাষক মতিয়ার রহমান প্রমুখ। সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি মাসুম বিল্লাহ।