কার্পাসডাঙ্গা বাজারে রাস্তার সিসি ঢালাইয়ের উদ্বোধন
- আপলোড টাইম : ০৪:৩২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩
- / ৫৫ বার পড়া হয়েছে
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুডহুদার কার্পাসডাঙ্গা বাজারের রাস্তার সিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। কাঁচাবাজার থেকে সাইকেল বাজারের অভিমুখ রাস্তার সিসি ঢালাই কাজের উদ্বোধন করেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে হাট-বাজার উন্নয়ন প্রকল্পের (আরএফ কিউ) অর্থায়নে ৪ লাখ টাকা ব্যয়ে ১২০ মিটার রাস্তার সিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ.সালাম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল, মোখলেছুর রহমান রিপন, কার্পাসডাঙ্গা আলিয়া মাদ্রাসার সাবেক প্রধান শিক্ষক গোলাম ইউসুফ, দামুড়হুদা উপ-প্রকোশলী আক্তারুজ্জামান, কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির সভাপতি আলমগীর রাসেল, সাধারণ সম্পাদক মোস্তাফিজ কচি, ঠিকাদার টিপু সুলতান প্রমুখ।