ইপেপার । আজ শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

চুয়াডাঙ্গায় দুই যুবককে কুপিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ৩

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:০৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
  • / ১০৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দিপু ও সাবিব নামের দুই যুবককে জখমের ঘটনায় মামলা হয়েছে।

গতকাল বুধবার সকালে জখম দিপুর ভাই আব্দুল হাদিদ চুয়াডাঙ্গা সদর থানায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করে মামলা করেন। মামলার পর সদর থানা পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি জীবন বিশ্বাস, সজল হোসেন ও সুইট হোসেনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামি জীবন (১৮) চুয়াডাঙ্গা সরকারি কলেজপাড়ার মৃত কুতুব উদ্দীন বিশ্বাসের ছেলে, জ্বীনতলা মল্লিকপাড়ার আব্দুস সালামের ছেলে সজল হোসেন (২৪) ও বাগানপাড়ার সলেমান শেখের ছেলে সুইট হোসেন (৩০)।

অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গা পৌর এলাকার উপজেলার পিছনের ফুড গোডাউনের সামনে পূর্ব বিরোধের জেরে দিপু ও তার বন্ধু সাবিবকে প্রতিপক্ষ সিহাদ, খালিদ, রাসেলসহ ৩০-৩৫ জন মিলে কুপিয়ে জখম করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়। একজনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। এসময় অভিযুক্তরা তিনটি মোটরসাইকেলও ভাঙচুর করে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ মারামারির ঘটনায় জখম দিপুর ভাই মামলা করেছেন। মামলার পর অভিযান চালিয়ে এজাহারনামীয় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান অব্যহত হয়েছে।’

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গায় দুই যুবককে কুপিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ৩

আপলোড টাইম : ০৪:০৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দিপু ও সাবিব নামের দুই যুবককে জখমের ঘটনায় মামলা হয়েছে।

গতকাল বুধবার সকালে জখম দিপুর ভাই আব্দুল হাদিদ চুয়াডাঙ্গা সদর থানায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করে মামলা করেন। মামলার পর সদর থানা পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি জীবন বিশ্বাস, সজল হোসেন ও সুইট হোসেনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামি জীবন (১৮) চুয়াডাঙ্গা সরকারি কলেজপাড়ার মৃত কুতুব উদ্দীন বিশ্বাসের ছেলে, জ্বীনতলা মল্লিকপাড়ার আব্দুস সালামের ছেলে সজল হোসেন (২৪) ও বাগানপাড়ার সলেমান শেখের ছেলে সুইট হোসেন (৩০)।

অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গা পৌর এলাকার উপজেলার পিছনের ফুড গোডাউনের সামনে পূর্ব বিরোধের জেরে দিপু ও তার বন্ধু সাবিবকে প্রতিপক্ষ সিহাদ, খালিদ, রাসেলসহ ৩০-৩৫ জন মিলে কুপিয়ে জখম করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়। একজনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। এসময় অভিযুক্তরা তিনটি মোটরসাইকেলও ভাঙচুর করে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ মারামারির ঘটনায় জখম দিপুর ভাই মামলা করেছেন। মামলার পর অভিযান চালিয়ে এজাহারনামীয় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান অব্যহত হয়েছে।’