শিরোনাম:
ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত
সমীকরণ প্রতিবেদন
- আপলোড টাইম : ০৩:৫৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
- / ৬৯ বার পড়া হয়েছে
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় আল-আমিন নামের এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে ঝিনাইদহ শহরের আরাপপুরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সদর উপজেলার ভড়ুয়াপাড়া গ্রামের আল-আমিন হোসেন ইজিবাইক নিয়ে আরাপপুরে যাচ্ছিলেন। তিনি ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের কুদ্দুস অটোর সামনে ইজিবাইক ঘোরাতে গেলে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়।
এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় আল-আমিন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঝিনাইদহ হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছেন।