চুয়াডাঙ্গা রবিবার , ১৯ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মুমিনুলের ঝড়ের পর বৃষ্টির জয়

নিউজ রুমঃ
মার্চ ১৯, ২০২৩ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

খেলাধুলা প্রতিবেদন:

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) গতকাল ম্যাচ ছিল মোট তিনটি। অথচ ফলাফল এসেছে মাত্র একটিতে। বাকি দুই ম্যাচে জয় হয়েছে বৃষ্টির। যেই তালিকায় আছে রূপগঞ্জ টাইগার্স ও মোহামেডানের মধ্যকার ম্যাচ। রূপগঞ্জকে এদিন ফলাফল এনে দিতে না পারলেও মিরপুরের মেঘলা আকশের নিচে আলো ছড়িয়েছেন মুমিনুল হক। শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রূপগঞ্জ টাইগার্সকে আগে ব্যাট করতে দিয়েছিল মোহামেডান। ২১ ওভার ব্যাট করে ৫ উইকেটে হারিয়ে ২২২ রান তুলে তারা। বৃষ্টি মাথায় নিয়ে ডিএল মেথডের সমীকরণ থাকায় শুরু থেকেই আগ্রাসী ছিল রূপগঞ্জ। তাতে অগ্রণী ভূমিকা নেন গত বিপিএলে দল না পাওয়া মুমিনুল। ইনিংস ওপেন করতে নেমে এদিন ঝড় তুলেন তিনি। ইমরানকে নিয়ে পাওয়ার প্লেতে তুলেন ৬০ রান। দ্বিতীয় উইকেটে আমানদীপের সঙ্গে আরও ৭৭ রান যোগ করেন তিনি। খালেদ আহমেদের বলে আউট হওয়ার আগে ১১ চার, ১ ছক্কায় ৪১ বলে ৭৪ রান করেন টেস্ট স্পেশালিষ্ট তকমা পাওয়া এই বাঁহাতি। রূপগঞ্জের ইনিংসে নামা বৃষ্টি আর খেলার পরিস্থিতি তৈরি করতে পারেনি। দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে পরিত্যক্ত হয় ম্যাচ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।