চুয়াডাঙ্গায় ছাত্রদলের সম্প্রীতি সভা ও দোয়া
- আপলোড টাইম : ০৮:১৭:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
- / ৪৩ বার পড়া হয়েছে
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলাধীন সাংগঠনিক ইউনিট ছাত্রদলের প্রতিনিধিবৃন্দের সম্প্রীতি সভা ও বিএনপি নেতা আব্দুল জব্বার বাবলুর আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা তিনটায় চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে জেলার অন্তর্গত সাংগঠনিক ইউনিট ছাত্রদলের আহ্বায়ক ও সদস্যসচিবদের সমন্বয়ে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়। গতকাল জেলা ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, সম্প্রীতি সভায় পারস্পারিক সাংগঠনিক বিষয়ে আলোকপাত করা হয়। আলোচনা শেষে আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ’র বাবা আলমডাঙ্গা উপজেলা বিএনপির প্রয়াত সভাপতি মো. আব্দুল জব্বার বাবলুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা ছাত্রদলের ধর্মবিষয় সম্পাদক হাফেজ মো. আবু সুফিয়ান।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, সদস্যসচিব আল ইমরান রাসেল, আলমডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসনাত রিংকু, দামুড়হুদা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব এম.ডি.কে সুলতান, দর্শনা পৌর ছাত্রদলের আহ্বায়ক আরাফাত হোসেন, দর্শনা থানা ছাত্রদলের সদস্যসচিব ফরহাদ হোসেন, জীবননগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান, সদস্যসচিব মোকছেদুর রহমান রিমন, জীবননগর পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল হাসনাত কিরন, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব সাইমুম আরাফাত, আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব জাহাঙ্গীর আলম লিমন, দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফজলুর রহমান, সদস্যসচিব পলাশ আহমেদ, জীবননগর কলেজ ছাত্রদলের আহ্বায়ক মনিরুল ইসলাম ও সদর উপজেলা ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আমির সোহেল। সম্প্রীতি সভা ও বিএনপি নেতা আব্দুল জব্বার বাবলুর আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. মাহবুবুর রহমান মাহবুব।