ঝিনাইদহে মরমি কবি পাগলা কানাইয়ের মুর্যাল উদ্বোধন
- আপলোড টাইম : ০৮:১১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
- / ৪৯ বার পড়া হয়েছে
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে মরমি কবি পাগল কানাইয়ের মুর্যাল উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকালে সদর উপজেলার বেড়বাড়ি গ্রামের কবির মাজার প্রাঙ্গণে এ মুর্যাল উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা বেগম। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজীবুল ইসলাম খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুর রশিদ, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া জেরিন, জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিনসহ জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ।
আয়োজকরা জানান, পাগলা কানাইয়ের মাজারে তাঁর স্মৃতি ধরে রাখতে সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে কবির মাজার প্রাঙ্গণে এই মুর্যাল উদ্বোধন করা হয়েছে। এর আগে সেখানে একটি কবির ভাস্কর্য স্থাপন করা হয়। পাগলা কানাইয়ের মুর্যাল তৈরি করায় কবির ভক্তসহ স্থানীয় বাসিন্দারা ধন্যবাদ জানিয়েছেন উপজেলা প্রশাসনকে।