জীবননগরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪০তম মৃত্যু বার্ষিকী পালিত
- আপলোড টাইম : ০১:১১:১৩ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০১৬
- / ৩৫৫ বার পড়া হয়েছে
জীবননগর অফিস: বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাংলা সাহিত্যের অন্যতম বীরপুরুষ মানবতার কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৪০তম মৃত্যু বার্ষিকী পালিত। গতকাল জীবননগর সাহিত্য পরিষদের পক্ষ থেকে জীবননগর বাসষ্ট্রন্ড চক্তর মুক্ত মঞ্জে সন্ধা সাড়ে ৭টার সময় জীবননগর সাহিত্য পরিষদের নব-নির্বাচিত সভাপতি জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমলের সভাপতিত্বে বিভিন্ন কবিতা আবৃতি, সংস্কৃতি ও কবির জীবনীর উপরে আলোচনা সভা অনুষ্ঠানের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪০তম মৃত্যু বার্ষিকী পালিত হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম, কবির জীবনীর উপরে বক্তব্য রাখেন জীবননগর সাহিত্য পরিষদের উপদেষ্ঠা সাবেক শিক্ষক নজরুল ইসলাম, কাজী বদরউদ্দোজা, ডাঃ ইছাহক আলী, তারিকেুজ্জামান, এ সময় অনুষ্ঠানে কবিতা পাঠ করেন জীবননগর সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক খলিলুর রহমান, চুয়াডাঙ্গা সরকারী কলেজের বাংলা বিভাগের প্রভাষক ও সাহিত্য পরিষদের সংস্কৃতি সম্পাদক মুন্সী আবু সাইফ মুকু, সহ-সভাপতি ওয়াহেদ বিশ্বাস, মিজানুর রহমান, শিক্ষক রেজাউল হোসেন, মিরজান আলী, সাহিত্য পরিষদের সাবেক সাধারন সম্পাদক শামসুল আলম, সাজেদা খাতুন, মনজুরুল আলম, নিলুফার ইয়াসমিন রানী সহ উপস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার জীবননগর ব্যুরো প্রধান জাহিদ বাবু, সহকারী মিঠুন মাহমুদ, শিক্ষক আ. সামাদ, সাংবাদিক বশির উদ্দিন বিশ্বাসসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।