ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা ও পুরস্কার বিতরণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৬:০৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৩৩ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনী শেষে শ্রেষ্ঠ খামারীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।
চুয়াডাঙ্গা:
দামুড়হুদায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদের আয়োজনে অনুষ্ঠিত মেলার উদ্বোধন করা হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতার সভাপতিত্বে প্রধান অতিথি থেকে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু।
প্রধান অতিথি বলেন, ‘দেশ আজ প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সফল নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। দেশে প্রাণিসম্পদ পালনের মাধ্যমে বেকারত্ব দূরীকরণের যুবকরা অর্থনীতিতে ভূমিকা রেখে চলছে। দেশকে এগিয়ে নিতে বেকাররা গাভী, ষাড় পালনের মাধ্যমে বেকারত্ব সমস্যা দূরীকরণ করা সম্ভব। যারা বেকার এদিক সেদিক ঘোরাফেরা করেন, তারা পশুপাখি পালন করে সফলতা অর্জন করতে পারেন। তাছাড়া প্রাণী পালন করে দুধ, মাংস বিক্রি করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান মনির, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী ও আনসার ভিডিপি কর্মকর্তা রাফেজা খাতুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার তসলিমা আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমবায় অফিসার হারুন অর রসিদ।
জীবননগর:
জীবননগরে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন, সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাঙ্গনে এ মেলার আয়োজন করে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকুনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ. সালাম ইশা। উপজেলা সহকারী কমিশনার তিথি মিত্র, উপজেলা শিক্ষা অফিসার জালাল উদ্দীন ও পৌর প্যানেল মেয়র রিজিয়া খাতুন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রাণিসম্পদ কর্মকর্তা ও অনুষ্ঠানের সমন্বয়কারী ডা. তানভীর হাসান। উপজেলার ৫০ জন খামারী প্রদর্শনীতে অংশ নেন। ৫ ক্যাটাগরিতে ১৫ জনকে পুরস্কৃত করা হয়েছে। মেলা চ্যাম্পিয়ন পুরস্কার পেয়েছেন তিনজন, গাভী ও মহিষ মোটাতাজাকরণে তিনজন, বাছুর ও ঘোড়া পালনে তিনজন, ছাগল ও ভেড়া পালনে তিনজন এবং পাখি পালনে তিনজনকে পুরস্কার বিতরণ প্রদান করা হয়। এছাড়াও বাকি ৩৫ জনকে সান্তনা পুরস্কার হিসেবে ৪ শ টাকার চেক প্রদান করা হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আবুল কালাম আজাদ।
মুজিবনগর:
‘স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে মুজিবনগরে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর আয়োজনে মেলাটির বাস্তবায়ন করে মুজিবনগর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। গতকাল সকাল সাড়ে ১০টায় রামনগর খেলার মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি থেকে মেলাটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিমেষ বিশ্বাস।
পরে প্রদর্শনীর প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। গাংনী প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ড. আলাউদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা ট্রেনিং অফিসার ডা. শেখ মশিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রকিব উদ্দিন ও উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. তানিয়া আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা জয়নাল আবেদীন, মুজিবনগর উপজেলা প্রাণিসম্পদ অফিসের এলএফএ মিঠুন আলী, এলএফএ হাবিবুর রহমানসহ অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। প্রদর্শনীতে গাভী পালন, ষাড় পালন, ছাগল পালন, ভেড়া পালনসহ বিভিন্ন ক্যাটাগরিতে খামারীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
হরিণাকুণ্ডু:
ঝিনাইদহের হরিণাকুণ্ডতে উপজেলা প্রাণিসম্পদ প্রদর্শনী উপলক্ষে একদিনের প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা শাহার সভাপতিত্বে ও প্রাণিসম্পদ সম্পসারণ কর্মকর্তা ডা. সুলতানা বেগমের সঞ্চালনায় উপজেলা প্রাণিসম্পদ চত্ত্বরে এ মেলার আয়োজন করা হয়। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প’র (এলডিডিপি) সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত মেলায় বিভিন্ন এলাকার খামারীরা ৫০টি স্টলে তাদের গাভী, ছাগল, কবুতর, হাঁস-মুরগী, খরগোশ, ভেড়া, কবুতর, ঘাস চাষ, ঘাস কাটা মেশিন, কৃত্রিম প্রজনন, চিকিৎসা সামগ্রী ও চিকিৎসা ব্যাবস্থা প্রদর্শন করে। প্রদর্শনীতে অংশগ্রহণকারী বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ খামারীদের মাঝে পুরস্কার হিসেবে চেক ও সনদপত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র ফারুক হোসেন, উপজেলা কৃষি অফিসার হাফিজ হাসান, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, জাহিদুল ইসলাম বাবু মিয়া, আবুল কালাম আজাদ, নাজমুল হুদা তুষার, সমাজসেবা কর্মকর্তা শিউলী রানী, প্যানেল মেয়র সিদ্দিকুর রহমান ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উজ্জ্বল কুমার কুণ্ডু।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা ও পুরস্কার বিতরণ

আপলোড টাইম : ০৬:০৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩

সমীকরণ প্রতিবেদন:
সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনী শেষে শ্রেষ্ঠ খামারীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।
চুয়াডাঙ্গা:
দামুড়হুদায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদের আয়োজনে অনুষ্ঠিত মেলার উদ্বোধন করা হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতার সভাপতিত্বে প্রধান অতিথি থেকে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু।
প্রধান অতিথি বলেন, ‘দেশ আজ প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সফল নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। দেশে প্রাণিসম্পদ পালনের মাধ্যমে বেকারত্ব দূরীকরণের যুবকরা অর্থনীতিতে ভূমিকা রেখে চলছে। দেশকে এগিয়ে নিতে বেকাররা গাভী, ষাড় পালনের মাধ্যমে বেকারত্ব সমস্যা দূরীকরণ করা সম্ভব। যারা বেকার এদিক সেদিক ঘোরাফেরা করেন, তারা পশুপাখি পালন করে সফলতা অর্জন করতে পারেন। তাছাড়া প্রাণী পালন করে দুধ, মাংস বিক্রি করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান মনির, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী ও আনসার ভিডিপি কর্মকর্তা রাফেজা খাতুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার তসলিমা আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমবায় অফিসার হারুন অর রসিদ।
জীবননগর:
জীবননগরে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন, সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাঙ্গনে এ মেলার আয়োজন করে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকুনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ. সালাম ইশা। উপজেলা সহকারী কমিশনার তিথি মিত্র, উপজেলা শিক্ষা অফিসার জালাল উদ্দীন ও পৌর প্যানেল মেয়র রিজিয়া খাতুন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রাণিসম্পদ কর্মকর্তা ও অনুষ্ঠানের সমন্বয়কারী ডা. তানভীর হাসান। উপজেলার ৫০ জন খামারী প্রদর্শনীতে অংশ নেন। ৫ ক্যাটাগরিতে ১৫ জনকে পুরস্কৃত করা হয়েছে। মেলা চ্যাম্পিয়ন পুরস্কার পেয়েছেন তিনজন, গাভী ও মহিষ মোটাতাজাকরণে তিনজন, বাছুর ও ঘোড়া পালনে তিনজন, ছাগল ও ভেড়া পালনে তিনজন এবং পাখি পালনে তিনজনকে পুরস্কার বিতরণ প্রদান করা হয়। এছাড়াও বাকি ৩৫ জনকে সান্তনা পুরস্কার হিসেবে ৪ শ টাকার চেক প্রদান করা হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আবুল কালাম আজাদ।
মুজিবনগর:
‘স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে মুজিবনগরে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর আয়োজনে মেলাটির বাস্তবায়ন করে মুজিবনগর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। গতকাল সকাল সাড়ে ১০টায় রামনগর খেলার মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি থেকে মেলাটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিমেষ বিশ্বাস।
পরে প্রদর্শনীর প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। গাংনী প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ড. আলাউদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা ট্রেনিং অফিসার ডা. শেখ মশিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রকিব উদ্দিন ও উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. তানিয়া আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা জয়নাল আবেদীন, মুজিবনগর উপজেলা প্রাণিসম্পদ অফিসের এলএফএ মিঠুন আলী, এলএফএ হাবিবুর রহমানসহ অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। প্রদর্শনীতে গাভী পালন, ষাড় পালন, ছাগল পালন, ভেড়া পালনসহ বিভিন্ন ক্যাটাগরিতে খামারীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
হরিণাকুণ্ডু:
ঝিনাইদহের হরিণাকুণ্ডতে উপজেলা প্রাণিসম্পদ প্রদর্শনী উপলক্ষে একদিনের প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা শাহার সভাপতিত্বে ও প্রাণিসম্পদ সম্পসারণ কর্মকর্তা ডা. সুলতানা বেগমের সঞ্চালনায় উপজেলা প্রাণিসম্পদ চত্ত্বরে এ মেলার আয়োজন করা হয়। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প’র (এলডিডিপি) সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত মেলায় বিভিন্ন এলাকার খামারীরা ৫০টি স্টলে তাদের গাভী, ছাগল, কবুতর, হাঁস-মুরগী, খরগোশ, ভেড়া, কবুতর, ঘাস চাষ, ঘাস কাটা মেশিন, কৃত্রিম প্রজনন, চিকিৎসা সামগ্রী ও চিকিৎসা ব্যাবস্থা প্রদর্শন করে। প্রদর্শনীতে অংশগ্রহণকারী বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ খামারীদের মাঝে পুরস্কার হিসেবে চেক ও সনদপত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র ফারুক হোসেন, উপজেলা কৃষি অফিসার হাফিজ হাসান, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, জাহিদুল ইসলাম বাবু মিয়া, আবুল কালাম আজাদ, নাজমুল হুদা তুষার, সমাজসেবা কর্মকর্তা শিউলী রানী, প্যানেল মেয়র সিদ্দিকুর রহমান ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উজ্জ্বল কুমার কুণ্ডু।