
সমীকরণ প্রতিবেদন:
নানার বাড়ি বেড়াতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় হাসান (১৯) ও রিফাত (১৮) নামের দুই বন্ধু গুরুতর জখম হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের বটিয়াপাড়া বটতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত হাসান আলমডাঙ্গার পাঁচকমলাপুর দক্ষিনপাড়ার নাজমুল হকের ছেলে ও রিফাত একই এলাকার হুসাইন মণ্ডলের ছেলে।
জানা যায়, গতকাল সন্ধ্যায় মোটরসাইকেলযোগে রিফাতের নানার বাড়িতে যাচ্ছিলেন দুই বন্ধু। পথিমধ্যে বটিয়াপাড়া বটতলা মোড়ে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে জখম হয় তারা। এসময় স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় জখম দুই বন্ধুকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখেন।
আহত হাসান বলেন, ‘মোটরসাইকেলটি আমি চালাচ্ছিলাম। পথের মধ্যে বটিয়াপাড়া বটতলা মোড়ে পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলেটির নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এসময় স্থানীয়রা আমাদের হাসপাতালে নিয়ে আনে।’
সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, ‘সন্ধ্যা সাতটার দিকে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার দুজন জরুরি বিভাগে আসে। দুজনের শরীরে কাটা-ছেলাসহ গুরুতর জখম হওয়ায় জরুরি বিভাগ থেকে চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়েছে।’