
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার সরকারি মালিকানাধীন দলকা-মরাগাংনী বিল দখলদার মুক্ত করতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেছেন দলকা-মরাগাংনী মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যরা। গতকাল বেলা তিনটায় জেলা প্রশাসক সায়মা ইউনুসের কার্যালয়ে উপস্থিত হয়ে এলাকার সমন্বিত মৎস্যজীবীরা এ স্মারক লিপি প্রদান করেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ করেন। লিখিত স্মারক লিপিতে তারা উল্লেখ করেন, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার সরকারি মালিকানাধীন দলকা-মরাগাংনী জলমহালের লক্ষ্মীপুর, গোপালপুর, ছুটিপুর, ভগীরথপুর, দলিয়ারপুর, পোতারপুর, পোতারপাড়া গ্রামে বসবাসকারী গরীব প্রকৃত মৎসজীবী তারা এবং তাদের সমন্বিত প্রচেষ্টায় গড়ে তোলা দলকা-মরাগাংনী মৎসজীবী সমবায় সমিতি। তাদের অন্য কোনো আয়ের উৎস নেই। বংশ পরম্পরায় এবিলেই তারা মৎস্য চাষ, মৎস্য আহরণ ও বিপণন করে জীবনধারণ করে আসছেন। সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতিমালা উপেক্ষা করে প্রভাবশালী স্বার্থন্বেষী মহলের চক্রান্তে জলমহালটি অবৈধভাবে কতিপয় অমৎসজীবী সমবায়ে গঠিত ভূয়া `ভাই ভাই মৎস্যজীবী সমবায় সমিতি`র অনুকুলে থাকায় বিগত কয়েক বৎসর যাবত মানবেতর জীবনযাবন করছেন দলকা-মরাগাংনী মৎসজীবী সমবায় সমিতির প্রকৃত মৎস্যজীবীরা। তাই দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দলকা মরাগাংনী বিলটিকে দখলদার মুক্ত করে প্রকৃত মৎস্যজীবীদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতেজেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেছেন দলকা-মরাগাংনী মৎস্যজীবী সমবায় সমিতির প্রকৃত সদস্যরা।
সমীকরণ প্রতিবেদন