ইপেপার । আজ শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

জীবননগরে প্রকাশ্যে জনসম্মুখে স্বর্নের হার ছিনতাই

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০১:০৬:২৫ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০১৬
  • / ৩৩৫ বার পড়া হয়েছে

dfgrজীবননগর অফিস: জীবননগরে দিনের বেলা প্রকাশ্য জনসম্মুখে গলা থেকে স্বর্নের হার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। জানা গেছে, গতকাল শুক্রবার বিকালে জীবননগর বাস্ট্যান্ডে জীবননগর উপজেলার হাসাদহ গ্রামের হাজী আনিছ উদ্দিনের স্ত্রী জুবাইদহ খাতুনকে নিয়ে চুয়াডাঙ্গা থেকে বাড়ি ফেরার পথে জীবননগর বাস্ট্যান্ডে বাস থেকে নেমে নিজ গ্রামের বাড়িতে যাওয়ার জন্য সি এনজি উঠার সময় বাস্ট্যান্ডে মেঘনার চর থেকে আসা মারুফ হোসেনের স্ত্রী কুলচম (২৫) আফছার আলীর স্ত্রী ইয়াসমিন (২৮) মোতালেব হোসেনের মেয়ে নাজমিন (২৮) জুনায়েদেরে স্ত্রী সুফিয়া খাতুন (৩০) সালেক মিয়ার স্ত্রী লালবাবু (৩০) এবং সেলিম হোসেনের স্ত্রী রিনা খাতুন মিলে রাস্তার উপরে গোল করে গলা থেকে একটি স্বর্নের হার ছিনিয়ে নেয় অবশেষে এলাকার সাধারন মানুষ তাদেরকে আটক করে জীবননগর থানা পুলিশকে খবর দিলে পুলিশের মহিলা সদস্যরা তাদেরকে আটক করে সমস্থ শরির তল্লাশি করে। তাদের কাছে কিছু না পাওয়ায় এবং কোন অবিযোগ না করায় তাদেরকে ছেড়ে দেয় এদিকে দিনের বেলা এ ধরনের ছিনতাইয়ের ঘটনায় এলাকার সাধারন মানুষ হতবাক হয়ে পড়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগরে প্রকাশ্যে জনসম্মুখে স্বর্নের হার ছিনতাই

আপলোড টাইম : ০১:০৬:২৫ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০১৬

dfgrজীবননগর অফিস: জীবননগরে দিনের বেলা প্রকাশ্য জনসম্মুখে গলা থেকে স্বর্নের হার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। জানা গেছে, গতকাল শুক্রবার বিকালে জীবননগর বাস্ট্যান্ডে জীবননগর উপজেলার হাসাদহ গ্রামের হাজী আনিছ উদ্দিনের স্ত্রী জুবাইদহ খাতুনকে নিয়ে চুয়াডাঙ্গা থেকে বাড়ি ফেরার পথে জীবননগর বাস্ট্যান্ডে বাস থেকে নেমে নিজ গ্রামের বাড়িতে যাওয়ার জন্য সি এনজি উঠার সময় বাস্ট্যান্ডে মেঘনার চর থেকে আসা মারুফ হোসেনের স্ত্রী কুলচম (২৫) আফছার আলীর স্ত্রী ইয়াসমিন (২৮) মোতালেব হোসেনের মেয়ে নাজমিন (২৮) জুনায়েদেরে স্ত্রী সুফিয়া খাতুন (৩০) সালেক মিয়ার স্ত্রী লালবাবু (৩০) এবং সেলিম হোসেনের স্ত্রী রিনা খাতুন মিলে রাস্তার উপরে গোল করে গলা থেকে একটি স্বর্নের হার ছিনিয়ে নেয় অবশেষে এলাকার সাধারন মানুষ তাদেরকে আটক করে জীবননগর থানা পুলিশকে খবর দিলে পুলিশের মহিলা সদস্যরা তাদেরকে আটক করে সমস্থ শরির তল্লাশি করে। তাদের কাছে কিছু না পাওয়ায় এবং কোন অবিযোগ না করায় তাদেরকে ছেড়ে দেয় এদিকে দিনের বেলা এ ধরনের ছিনতাইয়ের ঘটনায় এলাকার সাধারন মানুষ হতবাক হয়ে পড়েছে।