ঝিনাইদহে স্বর্ণালঙ্কারসহ নারী পাচারকারী আটক
- আপলোড টাইম : ০৮:৩৭:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২
- / ২৩ বার পড়া হয়েছে
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার কালালক্ষীপুর এলাকা থেকে ২৫ ভরি স্বর্ণালংকারসহ মুক্তা খাতুন (৩৪) নামের এক নারীকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের কালালক্ষীপুর এলাকার মাওলানাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত মুক্তা খাতুন কুমিল্লার চৌদ্দগ্রামের মিজানুর রহমানের স্ত্রী।
ঝিনাইদহ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীন উদ্দিন জানান, কালীগঞ্জ থেকে ঢাকায় স্বর্ণ পাচার হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে লক্ষীপুর বিদ্যালয়ের সামনে চেকপোস্ট বসায় ডিবি পুলিশের একটি অভিযানিক দল। সে সময় চুয়াডাঙ্গার দর্শনা থেকে বরিশালগামী চাকলাদার পরিবহনে তল্লাশী চালিয়ে মুক্তা খাতুনকে আটক করা হয়। তার ভ্যানিটি ব্যাগ থেকে উদ্ধার করা হয় ২৫ ভরি ১৫ আনা ওজনের স্বর্ণালংকার। যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। মুক্তা খাতুন কালীগঞ্জ থেকে এসব স্বর্ণালংকার ঢাকায় পাচার করছিল বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। এ ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে সদর থানায় একটি মামলা করা হয়েছে।