ইপেপার । আজ বুধবার, ১৯ মার্চ ২০২৫

চুয়াডাঙ্গা পুলিশ সুপার নিজাম উদ্দীনের প্রেস ব্রিফিং

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:১৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০১৭
  • / ৩৮৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা পুলিশ সুপার নিজাম উদ্দীনের প্রেস ব্রিফিং
পুলিশের বিশেষ অভিযান ২টি আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন মামলার ৭৭ জন আটক
DSCN1467নিজস্ব প্রতিবেদক: জেলা পুলিশ ও গোয়েন্দা শাখা অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় ২টি আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন মামলার ৭৭ জনকে আটক করেছে। চুয়াডাঙ্গা পুলিশ সুপার নিজামউদ্দীন গতকাল বুধবার দুপুরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।  এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, (সদর সার্কেল) তরিকুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. কলিমুল্লাহসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
পুলিশ সুপার তাঁর লিখিত বক্তব্যে জানান, গত ৬ আগস্ট থেকে শুরু হওয়া ৯দিনব্যাপী পুলিশের বিশেষ অভিযান চলাকালে গতকাল বুধবার রাত ১টার দিকে জেলার আলমডাঙ্গা উপজেলার রোয়াকুলি গ্রামে পাটক্ষেতের ভেতর থেকে ছিনতাইকারী আব্দুল আজিজকে (৪৫) আটক করে জেলা গোয়েন্দা শাখা। এ সময় তার দেহ তল্লাশী করে একটি ওয়ান সুটারগান উদ্ধার করা হয়। অপর অভিযানে জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের একটি আমবাগান থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়াও জেলার ৪ উপজেলায় গত ২৪ ঘন্টায় পুলিশ অভিযান চালিয়ে ৭৭ জনকে আটক করেছে। আটকেরা জিআর, সিআর, মাদক ও চোরাচালান মামলার আসামী।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গা পুলিশ সুপার নিজাম উদ্দীনের প্রেস ব্রিফিং

আপলোড টাইম : ০৫:১৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০১৭

চুয়াডাঙ্গা পুলিশ সুপার নিজাম উদ্দীনের প্রেস ব্রিফিং
পুলিশের বিশেষ অভিযান ২টি আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন মামলার ৭৭ জন আটক
DSCN1467নিজস্ব প্রতিবেদক: জেলা পুলিশ ও গোয়েন্দা শাখা অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় ২টি আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন মামলার ৭৭ জনকে আটক করেছে। চুয়াডাঙ্গা পুলিশ সুপার নিজামউদ্দীন গতকাল বুধবার দুপুরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।  এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, (সদর সার্কেল) তরিকুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. কলিমুল্লাহসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
পুলিশ সুপার তাঁর লিখিত বক্তব্যে জানান, গত ৬ আগস্ট থেকে শুরু হওয়া ৯দিনব্যাপী পুলিশের বিশেষ অভিযান চলাকালে গতকাল বুধবার রাত ১টার দিকে জেলার আলমডাঙ্গা উপজেলার রোয়াকুলি গ্রামে পাটক্ষেতের ভেতর থেকে ছিনতাইকারী আব্দুল আজিজকে (৪৫) আটক করে জেলা গোয়েন্দা শাখা। এ সময় তার দেহ তল্লাশী করে একটি ওয়ান সুটারগান উদ্ধার করা হয়। অপর অভিযানে জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের একটি আমবাগান থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়াও জেলার ৪ উপজেলায় গত ২৪ ঘন্টায় পুলিশ অভিযান চালিয়ে ৭৭ জনকে আটক করেছে। আটকেরা জিআর, সিআর, মাদক ও চোরাচালান মামলার আসামী।