চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ২
- আপলোড টাইম : ০৫:০৬:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০১৭
- / ৩৬৬ বার পড়া হয়েছে
সোহেল সজিব: চুয়াডাঙ্গা জীবননগরের উথলী ও দশমাইল জীবনা গ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন গুরুতর আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভীর্ত হয়েছে। জানা গেছে, গতকাল বুধবার দুপুরে ৩ টার দিকে কোটচাদপুর থানায় কাগমারী গ্রামের মৃত আখতারুজ্জামান সরকারের ছেলে রাসেদুল ইসলাম বাপ্পি (২৫) দর্শনা থেকে ব্যক্তিগত কাজ শেষে মোটরসাইকেল যোগে রওনা দেন। পথিমধ্যে উথলী শিয়ালমারি মোড়ে একটি সিএনজির সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে রাসেদুল ইসলাম বাপ্পি গুরুতর যখম হয়। স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভীর্ত করে। অপর দিকে, চুয়াডাঙ্গা তিতুদহ ইউনিয়নের নুরুল্লাহপুর গ্রামের বিলপাড়ায় গীজরুদ্দীনের ছেলে শওকত আলী (৩০) গতকাল ভোরে ৬ টায় দিকে কচু বোঝায় একটি আলমসাধু নিয়ে দশমাইল বাজারের উদ্দেশ্য রওনা হয়। পরে আলমসাধুটি দশমাইল জীবনা গ্রামের মাঠে পোছালে নিয়ন্ত্রন হারিয়ে পাসের খাদে উল্টে যায়। এতে আলমসাধুর ড্রাইভার শওকত আলী গুরুতর যখম হয়। পরে শওকতকে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভীর্ত করে।