আলমডাঙ্গা উপজেলা আ.লীগের কার্যকরী কমিটির সভায় হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি : দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে
- আপলোড টাইম : ০৭:১৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০১৭
- / ৪৯৩ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে কার্যকরী কমিটির এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি।
এসময় তিনি- দেশ ও জাতির কল্যানে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করার জন্য প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের যথাযথ পালন করার আহবান জানান।
সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আওরঙ্গজেব মোল্লা টিপু, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমঙ্গীর হান্নান, মাসুদুজ্জামান লিটু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের সদস্য আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সদস্য উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মহিবর রহমান, প্রশান্ত অধিকারী, ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, কুমরী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, জামজামি ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু মুছা, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলম হোসেন, আতিয়ার রহমান। উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাষ্টারের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, বিআরডিবি চেয়ারম্যান মুহিদুল ইসলাম মুহিদ, ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আশাবুল হক ঠা-ু, জামজামি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দিদার আলী, সাধারন সম্পাদক রাহাব উদ্দিন, কুমারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রানা উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাক, আব্দুল হালিম, আব্দুস সামাদ, মকবুল হোসেন, বিল্লাল গনি।