শিরোনাম:
জীবননগরে পরিত্যাক্ত অবস্থায় অস্ত্র-গুলি উদ্ধার
সমীকরণ প্রতিবেদন
- আপলোড টাইম : ০৭:০০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০১৭
- / ৩৭০ বার পড়া হয়েছে
জীবননগর অফিস: চুয়াডাঙ্গার জীবননগরে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরী পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় জীবননগর থানার এসআই হাবিব ও এএসআই মনির সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে এই দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার করেন। তবে এই উদ্ধারের ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জানা গেছে, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের আতিয়ারের আমবাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরী একটি কাঠের বাটযুক্ত পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। এঘটনায় জীবননগর থানায় একটি জিডি হয়েছে বলে পুলিশ জানায়। তবে, পিস্তল ও গুলি উদ্ধারের পর থেকে গয়েশপুর গ্রামেজুড়ে অজানা আতঙ্ক বিরাজ করছে। কে বা কারা এই অস্ত্র রেথে গেছে বিষয়ে নিশ্চিত কোন তথ্য পায়নি পুলিশ।
ট্যাগ :