ইপেপার । আজ শুক্রবার, ২১ মার্চ ২০২৫

আলমডাঙ্গা চিলাভালকীতে লিফট চেয়ে উল্টো অপহরণ নাটক! : পাল্টাপাল্টি অভিযোগে সরগরম হাসপাতাল চত্বর

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৬:২২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০১৭
  • / ৪১৫ বার পড়া হয়েছে

সোহেল সজীব: প্রতিদিনের ন্যায় তার নিজ ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে খাসকররা বাজারে যাচ্ছিলেন হাসু। পথিমধ্যে চিলাভালকী গ্রামের রাস্তায় তার পরিচিত হাসান বাজারে যাবেন বলে মোটরসাইকেলের গতিরোধ করেন। এরপর দু’জনে এক সাথে বাজারের উদ্দেশ্যে রওনা হন। হঠাৎ একটি আলমসাধু পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পড়ে যান দুজনেই। এতে তারা আহত হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটে আলমডাঙ্গা উপজেলার খাসকররা বাজারের অদূরে।
এদিকে এ ঘটনা নিয়ে হয় যত রটনা! ওই উপজেলার নাগদহ ইউনিয়নের চিলাভালকী গ্রামের আমজাদ হোসেনের ছেলে হাসান আলী (২৫) মোটরসাইকেলে লিফট নিলে উল্টো তার পরিবার দাবি করে একই গ্রামের সানোয়ার মন্ডলের ছেলে হাফিজুর ইসলাম হাসু (৩৪) তাকে মোটরসাইকেলে উঠিয়ে অপহরণ করছিল। পাল্টাপাল্টি অভিযোগে হাসপাতাল সরগরম হয়ে ওঠে।
এ ব্যাপারে হাসু বলেন, ‘আমি বাজারে যাচ্ছিলাম। এ সময় রাস্তার মধ্যে দাঁড় করিয়ে হাসান বলে আমিও বাজারো যাবো, নিয়ে চল। কিছুদূর আসার পর আলমসাধু সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দু’জনেই রাস্তার উপর পড়ে গিয়ে আহত হই। এরপর থেকে হাসান ও তার পরিবার বলছে আমি তাকে অপহরণ করে নিয়ে যাচ্ছিলাম।’
হাসানের দাবি, ‘আমাকে গ্রাম থেকে মোটরসাইকেলযোগে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছিল। আমাকে অচেতন করার চেষ্টাও করা হয়েছে। পথিমধ্যি টের পেয়ে মোটরসাইকেল থেকে লাফ দিয়ে পালাতে গেলে আমার একটি পা ভেঙে যায়।’
শেষ খবর পাওয়া পর্যন্ত উভয়পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছিল। কিন্তু বিষয়টি কী আদৌ সত্য, নাকি নিছক হাস্যকর ঘটনা-একটি অপহরণ নাটক রটনা?

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

আলমডাঙ্গা চিলাভালকীতে লিফট চেয়ে উল্টো অপহরণ নাটক! : পাল্টাপাল্টি অভিযোগে সরগরম হাসপাতাল চত্বর

আপলোড টাইম : ০৬:২২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০১৭

সোহেল সজীব: প্রতিদিনের ন্যায় তার নিজ ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে খাসকররা বাজারে যাচ্ছিলেন হাসু। পথিমধ্যে চিলাভালকী গ্রামের রাস্তায় তার পরিচিত হাসান বাজারে যাবেন বলে মোটরসাইকেলের গতিরোধ করেন। এরপর দু’জনে এক সাথে বাজারের উদ্দেশ্যে রওনা হন। হঠাৎ একটি আলমসাধু পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পড়ে যান দুজনেই। এতে তারা আহত হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটে আলমডাঙ্গা উপজেলার খাসকররা বাজারের অদূরে।
এদিকে এ ঘটনা নিয়ে হয় যত রটনা! ওই উপজেলার নাগদহ ইউনিয়নের চিলাভালকী গ্রামের আমজাদ হোসেনের ছেলে হাসান আলী (২৫) মোটরসাইকেলে লিফট নিলে উল্টো তার পরিবার দাবি করে একই গ্রামের সানোয়ার মন্ডলের ছেলে হাফিজুর ইসলাম হাসু (৩৪) তাকে মোটরসাইকেলে উঠিয়ে অপহরণ করছিল। পাল্টাপাল্টি অভিযোগে হাসপাতাল সরগরম হয়ে ওঠে।
এ ব্যাপারে হাসু বলেন, ‘আমি বাজারে যাচ্ছিলাম। এ সময় রাস্তার মধ্যে দাঁড় করিয়ে হাসান বলে আমিও বাজারো যাবো, নিয়ে চল। কিছুদূর আসার পর আলমসাধু সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দু’জনেই রাস্তার উপর পড়ে গিয়ে আহত হই। এরপর থেকে হাসান ও তার পরিবার বলছে আমি তাকে অপহরণ করে নিয়ে যাচ্ছিলাম।’
হাসানের দাবি, ‘আমাকে গ্রাম থেকে মোটরসাইকেলযোগে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছিল। আমাকে অচেতন করার চেষ্টাও করা হয়েছে। পথিমধ্যি টের পেয়ে মোটরসাইকেল থেকে লাফ দিয়ে পালাতে গেলে আমার একটি পা ভেঙে যায়।’
শেষ খবর পাওয়া পর্যন্ত উভয়পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছিল। কিন্তু বিষয়টি কী আদৌ সত্য, নাকি নিছক হাস্যকর ঘটনা-একটি অপহরণ নাটক রটনা?