দামুড়হুদা কুড়–লগাছীতে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনা : আদালতের নির্দেশে : ধর্ষক আমির ও সহযোগি মন্টু জেল হাজতে
- আপলোড টাইম : ০৫:৫১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০১৭
- / ৩৯৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছিতে দশ বছর বয়সের প্রতিবন্ধী এক শিশুকে ফুসলিয়ে ধর্ষণের ঘটনায় আটক ধর্ষক আমির ও তার সহযোগী পোল্টি ফার্ম মালিক মনিরুজ্জামান মন্টুকে আদালতে সোপর্দ করেছে দামুড়হুদা থানা পুলিশ। গতকাল মঙ্গলবার অভিযুক্ত ধর্ষক আমির হোসেন (২২) ও তার সহযোগি পোল্টি ফার্ম মালিক মনিরুজ্জামান মন্টুকে নারী ও শিশু নির্যাতন মামলায় আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, গত সোমবার সকাল ৯টার দিকে একটি পোল্টি মুরগির ফার্মের দ্বিতীয় তলায় ধর্ষণের শিকার হয় দশ বছর বয়সের প্রতিবন্ধি শিশু। এসময় প্রচুর রক্তক্ষরণ ও একটি পা ভেঙ্গে যাওয়ায় ঘটনার পর থেকে আশঙ্কাজনক অবস্থায় ধর্ষিতা শিশু চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় চুয়াডাঙ্গা পুলিশ সুপার নিজাম উদ্দীন নিজে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষক আমির হোসেন (২২) ও তার সহযোগি পোল্টি ফার্ম মালিক মনিরুজ্জামান মন্টুকে আটক করে। পরে হাসপাতালে দেখতে যেয়ে পুলিশ সুপার নিজাম উদ্দীন ধর্ষিতার চিকিৎসা বাবদ নগদ দশ হাজার টাকাও প্রদান করেন। এদিকে, প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষকের ফাসির দাবি করেছে এলাকাবাসী।
পুলিশ সুপার নিজাম উদ্দীন জানান, শিশুটি ধর্ষনের সাথে যারা জড়িত তাদের শাস্তির ব্যপারে পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগীতাসহ তার চিকিসা সেবার জন্য সহযোগীতা অবব্যহত থাকবে।