আলমডাঙ্গার রংপুরে মিমি ও মিজানুরের মাদক ব্যবসা রমরমা
- আপলোড টাইম : ০৫:১৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০১৭
- / ৪৬৮ বার পড়া হয়েছে
আলমডাঙ্গার রংপুরে মিমি ও মিজানুরের মাদক ব্যবসা রমরমা
প্রকাশ্যে বিক্রি হচ্ছে মারণ নেশা : পুলিশের হস্তক্ষেপ কামনা
নিজস্ব প্রতিবেদক/মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলার রংপুর গ্রামে প্রকাশ্যে বিক্রি হচ্ছে মারণ নেশা ইয়াবাসহ গাঁজা ও টিটি। রংপুর গ্রামের মিমিসহ তার পরিবার এই মাদকব্যবসা পরিচালনা করছে বলে অভিযোগ গ্রামবাসীর । কতিপয় যুবকসহ আশাপাশ অঞ্চলের যুব সমাজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রকাশ্যে এসব মাদক মিমির কাছ থেকে টাকার বিনিময়ে সংগ্রহ করে তা গ্রহন করতেও দেখা গেছে।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের রংপুর গ্রামের মৃত সাবান আলীর স্ত্রী মিমি (৫০) ও দুই মেয়ে তানিয়া (২৮) ও ফাহিমা (২৫) ও এক ছেলে মিজানুর (২৮) দীর্ঘদিন ধরে এই মাদক ব্যবসা পরিচালনা করছে।
রংপুর গ্রামের অনেকে নাম না প্রকাশ শর্তে জানায়, মিমি ও তার ছেলে মিজানুর দীর্ঘদিন যাবৎ মাদকের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। কেউ কিছু বলতে গেলে তারা উচ্চস্বরে বলে আমরা সবাইকে ম্যানেজ করে চলি। এলাকাবাসী মাদকব্যবসা পরিচালনা করা এই পরিবারের সকলকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানায়।