চুুয়াডাঙ্গার স্থানীয় শহিদ দিবসে অরিন্দমের শ্রদ্ধাঞ্জলী
- আপলোড টাইম : ০৬:০২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০১৭
- / ৪১২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুুয়াডাঙ্গার স্থানীয় শহিদ দিবস উপলক্ষে অরিন্দম সাংষ্কৃতিক সংগঠনের পক্ষ স্থানীয় স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পন করে। গত ৫ই আগস্ট ছিলো চুুয়াডাঙ্গার স্থানীয় শহিদ দিবস। এ উপলক্ষে চুুয়াডাঙ্গার স্বনামধন্য সাংষ্কৃতিক সংগঠন “চুুয়াডাঙ্গা অরিন্দম সাংষ্কৃতিক সংগঠন” চুুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনের নিজস্ব কার্যালয়ের থেকে শোক র্যালী বের করে শহিদ হাসান চত্বরে অবস্থিত স্থানীয় শহিদ মিনারে যেয়ে শেষ হয়ে পুষ্পস্তবক অর্পণ করে। এসময় চুুয়াডাঙ্গা অরিন্দম সাংষ্কৃতিক সংগঠনের সভাপতি ইয়াকুব আলি জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক বজলুর রহমান শায়ক, যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, নাট্য সম্পাদক হিরণ উর রশিদ শান্ত, সদস্য আয়ুব আলি, শোম্যজিতা শ্রুতি, আমিনুজ্জামান সুমন, হাসান আলি, রনি আলম, মমিন আলিসহ অরিন্দম সাংষ্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।