শিরোনাম:
যশোরে মাদকাসক্ত সন্তানকে পুলিশে দিলেন মা
সমীকরণ প্রতিবেদন
- আপলোড টাইম : ০২:০৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০১৬
- / ৪১৯ বার পড়া হয়েছে
সমীকরণ ডেস্ক: যশোরে কেরামত আলী ওরফে ছোট্টু নামে এক মাদকাসক্ত যুবককে মা বুধবার রাতে পুলিশে দিয়েছেন। বৃহস্পতিবার তাকে মাদক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাটানো হয়েছে। ছোট্টু যশোর শহরতলির কাজীপুর এলাকার বেলায়েত হোসেনের ছেলে। ছোট্টুর মা রাহেলা বেগম জানান, ছোট্টু বখাটে ও মাদকসেবী। মাদকের টাকার জোগান দিতে গিয়ে তারা নিঃস্ব হয়ে গেছেন। এখন টাকা না দিলে বাড়ির মালামাল চুরি করে। বাধা দিতে গেলে পরিবারের সদস্যদের মারধর করে। বুধবার রাত আটটার দিকে সে আমার মেজো ছেলে বিল্লালের মেয়েকে মারধর করে। বাধা দেয়ায় তাকেও মারধর করে। অতিষ্ঠ হয়ে এলাকার লোকজনের সহযোগিতায় তাকে রাতেই থানায় নিয়ে যান। যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন জানান, তাকে মাদক মামলায় বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে।
ট্যাগ :