চুয়াডাঙ্গা হাজরাহাটিতে ‘বদলে দাও, বদলে যাও’ ক্লাবের ফুটবল টুর্নামেন্ট : জাতীয় পার্টির কাছে ২ গোলে সূর্য স্পোর্টিংয়ের হার
- আপলোড টাইম : ০৪:৩২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০১৭
- / ৫৬২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটিতে ‘বদলে দাও, বদলে যাও-২০১৭’র ৬ষ্ঠ ফুটবল টুর্নামেন্টে সূর্য স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে পরাজিত করেছে জাতীয় পার্টি স্পোর্টিং ক্লাব। গতকাল শুক্রবার বিকাল ৫টায় হাজরাহাটি স্কুল মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সম্পাদক দেলোয়ার উদ্দীন জোয়ার্দ্দার দুলু।
সমাজকে ধুমপানমুক্ত করতে গত ৬বছর ধরে পৌর এলাকার হাজরাহাটিতে ‘বদলে দাও, বদলে যাও’ যুব সংহতি ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় গতকাল এই খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় সূর্য স্পোটিং ক্লাবকে ২ গোলে পরাজিত করে জেলা জাতীয় পার্টি স্পোর্টিং ক্লাব। খেলা ট্রাইব্রেকারে গড়ালে জাতীয় পার্টি স্পোর্টিং ক্লাবের পক্ষে আবির ও রাসেল দুটি গোল করে দলের জয় নিশ্চিত করে।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু ও জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক চুয়াডাঙ্গা-২ আসনের মনোনয়ন প্রত্যাশী দেলোয়ার উদ্দীন জোয়ার্দ্দার দুলু।
এসময় অতিথির বক্তব্যে জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক দুলু বলেন, সুন্দর সমাজ বিনির্মাণে জাতীয় পার্টি সর্বদা কাজ করে যাচ্ছে। এছাড়া আমি নিজেও মাদককে না বলি। তাই আসুন সুন্দর সমাজ গঠনে কাঁেধ কাধ মিলিয়ে সবাই একসাথে কাজ করি। এবং যুব সমাজকে খেলাধূলার প্রতি আকৃষ্ট করি। কারণ খেলাধূলায় পারে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে।