গাংনীতে বৃক্ষ মেলা উদ্বোধনকালে এমপি মকবুল হোসেন : উপস্থিতদের মধ্যে বিভিন্ন প্রজাতির আমের চারা বিতরন
- আপলোড টাইম : ০৬:১৭:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭
- / ৫০৭ বার পড়া হয়েছে
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে ৫দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী দিনে র্যালী, আলোচনা সভা, বৃক্ষ রোপনের লক্ষ্যে চারা বিতরনসহ নানা কর্মসূচীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফিতা কাটার মধ্যদিয়ে মেলার উদ্বোধন ঘোষনা করেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। গতকাল বুধবার গাংনী উপজেলা পরিষদের সামনে এ মেলার আয়োজন করা হয়। এরআগে পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। উপজেলা অডিটোরিয়ামে আলোচনাসভা অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার রইচ উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামান, গাংনী থানার ওসি (তদন্ত) কাফরুজ্জামান। এ সময় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা জাতীয় (জেপি) পাটির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আব্দুল হালিম, জেলা পরিষদের সদস্য মজিরুল ইসলাম, গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুনতাজ আলী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম, জেলা আ.লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা শহীদ স্মৃতি পাঠাগারের সহসভাপতি ইয়াছিন রেজা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুস সোবহান। র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠানে উপস্থিত সকলকে একটি বিভিন্ন প্রজাতির আমের চারা বিতরন করা হয়।