ইপেপার । আজ শনিবার, ২২ মার্চ ২০২৫

চুয়াডাঙ্গা পৌরসভার উন্নয়ন মূলক কর্মকান্ড পরিদর্শনকালে জেলা প্রশাসক : সরকারি জমি ১ ইঞ্চিও ছাড় দেওয়া হবে না

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:৫৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭
  • / ৪৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর শহরে ২৫ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে কয়েকটি উন্নয়নমূলক কাজ ও চলমান টএওওচ-ওওও প্রকল্পের আওতায় সড়ক ও জনপথ রাস্তার ধারে ড্রেন নির্মাণ কাজের সাইট সরেজমিন পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেছেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। গতকাল বুধবার বিকাল ৩টায় পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপুর সাথে এ সমস্ত কাজের পরিদর্শন ও তদারকি করেন তিনি।
এদিন শহরের ১নং পানির ট্যাংক থেকে সিএন্ডবি এবং কলোনীপাড়া মোড় থেকে সরকারি মহিলা কলেজ মোড় পর্যন্ত ড্রেন নির্মাণ কাজের পরিদর্শন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার নির্বাহী প্রকৌশলী আয়ুব আলী বিশ্বাস, সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওছারসহ সড়ক ও জনপথের প্রকৌশলী ও সার্ভেয়ারগণ।
জেলা প্রশাসক সরকারী জমির সীমানা নির্ধারন করে শেষ সীমানা দিয়ে ড্রেন নির্মাণ করার জন্য নির্দেশ দেন।  পৌরসভা ও সড়ক বিভাগের সার্ভেয়ারদের সিএস ম্যাপ দিয়ে সীমানা নির্ধারন করার জন্য নির্দেশ প্রদান করে জেলা প্রশাসক বলেন শিঘ্রই পৌর শহরে ৪ (চার) লেন বিশিষ্ট রাস্তা নির্মান কাজ শুরু হবে। আজ পরিদর্শন শেষে পৌর এবং সড়ক ও জনপথের সার্ভেয়ারদের সাথে নিয়ে সরকারি জমি দখলমুক্ত করার চেষ্টা করেছি। এরপর উভয়পক্ষের সার্ভেয়াররা মেপে সীমানা নির্ধারণ করে দেবে সে অনুযায়ী রাস্তা এবং ড্রেন নির্মাণ করা হবে। সরকারি জমি ১ ইঞ্চিও ছাড় দেওয়া হবে না। প্রথমে ড্রেন হবে, তারপর রাস্তা হবে। যদি সরকারি জায়গা ছাড় দেই তবে ওই জায়গাটা হাতছাড়া হয়ে যাবে।
তিনি আরো বলেন, সরকারি জমি দখলমুক্ত করতে প্রয়োজনে একাধিকবার মাপবো, প্রয়োজনে কাগজপত্র নিয়ে মাপবো। যে সমস্ত সরকারি জায়গায় স্থাপনা রয়েছে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। অতিদ্রুত সকল স্থাপনা অপসারণ করতে হবে।
জেলা প্রশাসক বলেন, পৌর মেয়র যে উদ্যোগ ও পরিকল্পনা নিয়ে কাজ করছেন তা বাস্তবায়ন হলে অচিরেই চুয়াডাঙ্গা একটি মডেল পৌর শহরে রুপান্তরিত হবে।
পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, উন্নয়নমূলক এ কাজ গুলোর মাধ্যমে ১৪ দশমিক সাত ছয় কিলোমিটার রাস্তা উন্নয়ন, ১৫ দশমিক এক চার কিলোমিটার ড্রেন নির্মাণ ও ১০৮টি সড়কবাতির পোল স্থাপন করা হবে। প্রকল্পটি শেষ হতে প্রায় এক বছর সময় লাগবে। ২৫ কোটি ১০লাখ টাকার যে প্রকল্পের কাজ উদ্বোধন করা হয়েছে তা বাস্তবায়িত হলে পৌর শহর একটি আধুনিক পৌরসভায় রূপান্তরিত হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গা পৌরসভার উন্নয়ন মূলক কর্মকান্ড পরিদর্শনকালে জেলা প্রশাসক : সরকারি জমি ১ ইঞ্চিও ছাড় দেওয়া হবে না

আপলোড টাইম : ০৫:৫৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর শহরে ২৫ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে কয়েকটি উন্নয়নমূলক কাজ ও চলমান টএওওচ-ওওও প্রকল্পের আওতায় সড়ক ও জনপথ রাস্তার ধারে ড্রেন নির্মাণ কাজের সাইট সরেজমিন পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেছেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। গতকাল বুধবার বিকাল ৩টায় পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপুর সাথে এ সমস্ত কাজের পরিদর্শন ও তদারকি করেন তিনি।
এদিন শহরের ১নং পানির ট্যাংক থেকে সিএন্ডবি এবং কলোনীপাড়া মোড় থেকে সরকারি মহিলা কলেজ মোড় পর্যন্ত ড্রেন নির্মাণ কাজের পরিদর্শন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার নির্বাহী প্রকৌশলী আয়ুব আলী বিশ্বাস, সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওছারসহ সড়ক ও জনপথের প্রকৌশলী ও সার্ভেয়ারগণ।
জেলা প্রশাসক সরকারী জমির সীমানা নির্ধারন করে শেষ সীমানা দিয়ে ড্রেন নির্মাণ করার জন্য নির্দেশ দেন।  পৌরসভা ও সড়ক বিভাগের সার্ভেয়ারদের সিএস ম্যাপ দিয়ে সীমানা নির্ধারন করার জন্য নির্দেশ প্রদান করে জেলা প্রশাসক বলেন শিঘ্রই পৌর শহরে ৪ (চার) লেন বিশিষ্ট রাস্তা নির্মান কাজ শুরু হবে। আজ পরিদর্শন শেষে পৌর এবং সড়ক ও জনপথের সার্ভেয়ারদের সাথে নিয়ে সরকারি জমি দখলমুক্ত করার চেষ্টা করেছি। এরপর উভয়পক্ষের সার্ভেয়াররা মেপে সীমানা নির্ধারণ করে দেবে সে অনুযায়ী রাস্তা এবং ড্রেন নির্মাণ করা হবে। সরকারি জমি ১ ইঞ্চিও ছাড় দেওয়া হবে না। প্রথমে ড্রেন হবে, তারপর রাস্তা হবে। যদি সরকারি জায়গা ছাড় দেই তবে ওই জায়গাটা হাতছাড়া হয়ে যাবে।
তিনি আরো বলেন, সরকারি জমি দখলমুক্ত করতে প্রয়োজনে একাধিকবার মাপবো, প্রয়োজনে কাগজপত্র নিয়ে মাপবো। যে সমস্ত সরকারি জায়গায় স্থাপনা রয়েছে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। অতিদ্রুত সকল স্থাপনা অপসারণ করতে হবে।
জেলা প্রশাসক বলেন, পৌর মেয়র যে উদ্যোগ ও পরিকল্পনা নিয়ে কাজ করছেন তা বাস্তবায়ন হলে অচিরেই চুয়াডাঙ্গা একটি মডেল পৌর শহরে রুপান্তরিত হবে।
পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, উন্নয়নমূলক এ কাজ গুলোর মাধ্যমে ১৪ দশমিক সাত ছয় কিলোমিটার রাস্তা উন্নয়ন, ১৫ দশমিক এক চার কিলোমিটার ড্রেন নির্মাণ ও ১০৮টি সড়কবাতির পোল স্থাপন করা হবে। প্রকল্পটি শেষ হতে প্রায় এক বছর সময় লাগবে। ২৫ কোটি ১০লাখ টাকার যে প্রকল্পের কাজ উদ্বোধন করা হয়েছে তা বাস্তবায়িত হলে পৌর শহর একটি আধুনিক পৌরসভায় রূপান্তরিত হবে।