ইপেপার । আজ বুধবার, ১৯ মার্চ ২০২৫

মেহেরপুর শহরে ব্যাটারি চালিত অটোবাইকের বেপরোয়া চলাচল : ইজিবাইকের ধাক্কায় ছিটকে পড়ে শিশু নিহত : চালককে গণপিটুনী

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:৫৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭
  • / ৪৬৯ বার পড়া হয়েছে

মেহেরপুর অফিস: মেহেরপুরের সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামে ইজিবাইকের ধাক্কায় হাবিবুর রহমান (০৬) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল বুধবার বিকালে ওই দূর্ঘটনায় ঘটে। এসময় উত্তেজিত গ্রামবাসি ইজিবাইক চালক আব্দুর রহিমকে গণপিটুনি দেয়। নিহত শিশু হাবিবুর রহমান রাধাকান্তপুর গ্রামের খাইরুল ইসলামের ছেলে। সে স্থানীয় প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র ছিল। এদিকে আহত ইজিবাইক চালক বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, বিকাল সাড়ে ৫টার দিকে একটি ইজিবাইক মেহেরপুর থেকে মুজিবনগর যাওয়ার পথে রাধাকান্তপুর গ্রামে পৌঁছালে রাস্তা পার হওয়ার সময় শিশুটিকে ধাক্কা দিলে শিশুটি রাস্তার উপরে ছিটকে পড়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। শিশুটির মৃত্যুর এ খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, নিহত শিশুর লাশ পুলিশ উদ্ধার করেছে। ময়না তদন্তের পরে লাশ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এবিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দিলে ইজিবাইক চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

মেহেরপুর শহরে ব্যাটারি চালিত অটোবাইকের বেপরোয়া চলাচল : ইজিবাইকের ধাক্কায় ছিটকে পড়ে শিশু নিহত : চালককে গণপিটুনী

আপলোড টাইম : ০৫:৫৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭

মেহেরপুর অফিস: মেহেরপুরের সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামে ইজিবাইকের ধাক্কায় হাবিবুর রহমান (০৬) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল বুধবার বিকালে ওই দূর্ঘটনায় ঘটে। এসময় উত্তেজিত গ্রামবাসি ইজিবাইক চালক আব্দুর রহিমকে গণপিটুনি দেয়। নিহত শিশু হাবিবুর রহমান রাধাকান্তপুর গ্রামের খাইরুল ইসলামের ছেলে। সে স্থানীয় প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র ছিল। এদিকে আহত ইজিবাইক চালক বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, বিকাল সাড়ে ৫টার দিকে একটি ইজিবাইক মেহেরপুর থেকে মুজিবনগর যাওয়ার পথে রাধাকান্তপুর গ্রামে পৌঁছালে রাস্তা পার হওয়ার সময় শিশুটিকে ধাক্কা দিলে শিশুটি রাস্তার উপরে ছিটকে পড়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। শিশুটির মৃত্যুর এ খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, নিহত শিশুর লাশ পুলিশ উদ্ধার করেছে। ময়না তদন্তের পরে লাশ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এবিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দিলে ইজিবাইক চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।