ইপেপার । আজ রবিবার, ২৩ মার্চ ২০২৫

দর্শনা পৌরসভার বাজেট ঘোষণা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:২০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭
  • / ৪৪৪ বার পড়া হয়েছে

দর্শনা অফিস: দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভায় গতকাল বুধবার দুপুরে ২০১৭-১৮ অর্থ বৎসরের বাজেট ঘোষণা করা হয়েছে। দর্শনা পৌর সভার মেয়র মতিয়ার রহমান এর সভাপতিত্বে পৌরসভা হলরুমে অনুষ্ঠিত এ বাজেট সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ। উপস্থিত সর্বস্তরের মানুষের মাঝে বাজেট পড়ে শুনান পৌরসভার হিসাবরক্ষক সৈয়দ রুমি আলম পলাশ। ২০১৭-১৮ অর্থ বৎসরের বাজেটে সর্বমোট আয়ের পরিমাণ ধরা হয়েছে ২১ কোটি ৩১ লক্ষ ৭৯ হাজার ৮ টাকা ৮৪ পয়সা এবং ব্যয় ধরা হয়েছে ২০ কোটি ৭৩ লক্ষ ১৩ হাজার ১ শত ১৪ টাকা। বাজেট সভায় উপস্থিত ছিলেন, দর্শনা সরকারি কলেজের উপাধ্যক্ষ আজিজুর রহমান, সাবেক উপাধ্যক্ষ মোশাররফ হোসেন, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, দর্শনা কাষ্টমস এর রাজস্ব কর্মকর্তা মুশিবুর রহমান। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক সংগঠক, সাংবাদিক ও পেশাজীবিসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

দর্শনা পৌরসভার বাজেট ঘোষণা

আপলোড টাইম : ০৫:২০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭

দর্শনা অফিস: দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভায় গতকাল বুধবার দুপুরে ২০১৭-১৮ অর্থ বৎসরের বাজেট ঘোষণা করা হয়েছে। দর্শনা পৌর সভার মেয়র মতিয়ার রহমান এর সভাপতিত্বে পৌরসভা হলরুমে অনুষ্ঠিত এ বাজেট সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ। উপস্থিত সর্বস্তরের মানুষের মাঝে বাজেট পড়ে শুনান পৌরসভার হিসাবরক্ষক সৈয়দ রুমি আলম পলাশ। ২০১৭-১৮ অর্থ বৎসরের বাজেটে সর্বমোট আয়ের পরিমাণ ধরা হয়েছে ২১ কোটি ৩১ লক্ষ ৭৯ হাজার ৮ টাকা ৮৪ পয়সা এবং ব্যয় ধরা হয়েছে ২০ কোটি ৭৩ লক্ষ ১৩ হাজার ১ শত ১৪ টাকা। বাজেট সভায় উপস্থিত ছিলেন, দর্শনা সরকারি কলেজের উপাধ্যক্ষ আজিজুর রহমান, সাবেক উপাধ্যক্ষ মোশাররফ হোসেন, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, দর্শনা কাষ্টমস এর রাজস্ব কর্মকর্তা মুশিবুর রহমান। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক সংগঠক, সাংবাদিক ও পেশাজীবিসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।