দর্শনার মদনা মাঠ থেকে সুলতানপুর বিজিবি কর্তৃক : ২০কোটি টাকার কোবরা সাপের বিষ উদ্ধার
- আপলোড টাইম : ০৫:১৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭
- / ৪৮৬ বার পড়া হয়েছে
দর্শনা অফিস: দামুড়হুদা উপজেলার দর্শনা সুলতানপুর সীমান্ত থেকে চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ২০ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করেছে। বিজিবি-৬ এর অতিরিক্ত পরিচালক মুহাম্মদ লুৎফুল কবীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান- বিজিবির সুলতানপুর বিজিবি কমান্ডার নায়েব সুবেদার তোতা মিয়া গত ১ আগস্ট মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলার দামুড়হুদা থানার মদনা মাঠ এলাকায় টহলের সময় বিজিবি টহল দলের উপস্থিতি লক্ষ্য করে ২ জন লোক হাতে ব্যাগ নিয়ে দৌড় দিলে বিজিবি টহল দলও তাদের ধাওয়া করে। এক পর্যায়ে তারা হাতের ব্যাগগুলো পার্শ্বে ঝোপের ভিতর ফেলে দৌড়ে পালিয়ে যায়। তখন টহল বিজিবি দল ঝোপের ভিতর হতে ২ টি ব্যাগ উদ্ধার করে। যার ভিতর হতে ৫ কেজি ৯৩০ গ্রাম ওজনের ০৪ টি বড় বোতলে কোবরা সাপের বিষসহ ব্যাগগুলো উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত ০৪ টি বড় বোতলে আনুমানিক ৩ কেজি ৩০ গ্রাম কোবরা সাপের বিষ পাওয়া যায়। উক্ত কোবরা সাপের বিষের আনুমানিক মূল্য ২০ কোটি ৯৩ লক্ষ ৩৬ হাজার ৬৪০ টাকা। বর্তমানে উক্ত কোবরা সাপের বিষ রাসায়নিক পরীক্ষাগারে পরীক্ষার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।