পুরোহিত মনে করে মুদি দোকানিকে কুপিয়ে জখম
- আপলোড টাইম : ০১:৪৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০১৬
- / ৪৭৭ বার পড়া হয়েছে
সমীকরণ ডেস্ক: নরসিংদীতে চিত্তরঞ্জন আর্য্য (৪৮) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। কিন্তু আইএস ওই মুদি দোকানিকে ‘পুরোহিত’ বলে উল্লেখ করে হামলার দায় স্বীকার করেছে। জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সদর উপজেলার রগুনাথপুর চৈতাব এলাকায় চিত্তরঞ্জন আর্য্যের মুদি দোকানেই তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। অনলাইনে জঙ্গিবাদ পর্যবেক্ষক প্রতিষ্ঠান সাইট ইন্টেলিজেন্স জানিয়েছে, মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) তার কথিত বার্তা সংস্থা আমাক এজেন্সির মাধ্যমে এই হামলার দায় স্বীকার করেছে। আমাক এজেন্সি চিত্তরঞ্জনকে ‘হিন্দু পুরোহিত’ বলে উল্লেখ করে বলেছে, ‘গতকাল যোদ্ধারা বাংলাদেশের নরসিংদী জেলায় এক হিন্দু পুরোহিতকে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।’ আহত চিত্তরঞ্জন একজন মুদি দোকানি এবং তিনি রগুনাথপুর এলাকার চাঁন মোহন আর্য্যরে ছেলে, পুলিশ তার পরিচয় নিশ্চিত করেছে।