মুজিবনগরে ৩৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে : বিনামূল্যে গাছের চারা বিতরণ
- আপলোড টাইম : ০৬:৪৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০১৭
- / ৫২১ বার পড়া হয়েছে
মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর উপজেলা কৃষি অফিস হতে একযোগে ৩৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে রোপনের নিমিত্তে প্রায় আড়াই হাজার ফলদ, ঔষধী ও কাষ্ঠল বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। বিতরণকৃত চারার মধ্যে রয়েছে আম, লিচু, নারিকেল, সুপারি, পেয়ারা, লেবু, জাম, হরতকি, আমলকি, বহেরা, অর্জুন ও মেহগনি। রবিবার দুপুর ১.০০ ঘটিকার সময় উপজেলার কৃষক প্রশিক্ষন কেন্দ্র হতে উপজেলা কৃষি অফিসার মুহা. মোফাক্খারুল ইসলাম এসব চারা বিতরণ করেন। চারা বিতরণকালে তিনি সঠিক পদ্ধতিতে চারা রোপন ও রোপনোত্তর পরিচর্যা এবং বিশেষ করে গরু, ছাগল ইত্যাদি গৃহপাালিত পশুর কবল থেকে কচি চারা গাছ গুলোকে রক্ষার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন।
এসময় তিনি আরো বলেন বৃক্ষ প্রকৃতির মহা মূল্যবান সম্পদ। পরিবেশ দূষন রোধ করে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা ও প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা করার ক্ষেত্রে বৃক্ষ জাতীয় গাছের কোন বিকল্প নাই। বিতরণকৃত ফলদ, ঔষধী ও কাষ্ঠল প্রজাতির এসব চারা একদিন বৃক্ষে পরিনিত হয়ে প্রতিটি প্রতিষ্ঠানের সম্পদে পরিনত হবে। এগুলো একদিকে ফুল, ফল, ঔষধ ও কাঠ দিবে অন্যদিকে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি পাখপাখালির জন্য অভয়াশ্রম হিসেবে কাজে লাগবে। ৩৮টি প্রাথমিক বিদ্যালয় ছাড়াও এ সময় বাগোয়ান ও মোনাখালী ইউনিয়ন পরিষদ এবং মুজিবনগর অনন্যা পার্কের জন্যও বিনার্মূল্যে চারা বিতরন করা হয়েছে। আজ সোমবার মুজিবনগর আদর্শ মহিলা কলেজ চত্তরে রোপনের জন্য আম, নারিকেল, সুপারি, পেয়ারা, লেবু, জাম, হরতকি, আমলকি, বহেরা, অর্জুন ও মেহগনি গাছের চারা সরবরাহ করা হয়। কৃষি অফিস সূত্রে জানা গেছে, গ্রাম ভিত্তিক বিভিন্ন বিলুপ্ত প্রায় ফলের চারা বিতরণ অব্যাহত রয়েছে। এছাড়া আরো বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মসজিদ, মাদ্রাসা ও গোরস্থানে পর্যায়ক্রমে ফলদ ও ঔষধী বৃক্ষের চারা বিতরণের কার্যক্রম চলমান রয়েছে।
বিনামূল্যে চারা বিতরণকালে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো: মোস্তাফিজুর রহমান, আদর্শ মহিলা কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও অধ্যক্ষ, স্বস্ববিদ্যালয়ের প্রধান শিক্ষকগন, স্থানীয় জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন ব্লকের কর্মরত উপসহকারী কৃষি অফিসার বৃন্দ।