ইপেপার । আজ বুধবার, ১৯ মার্চ ২০২৫

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে চুয়াডাঙ্গা-মেহেরপুরে অবহিতকরণ ও পরিকল্পনা সভা : আগামী ৫ আগস্ট শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৬:৩৮:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০১৭
  • / ৬৮৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা-মেহেরপুরের বিভিন্ন স্থানে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৫ আগস্ট ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল এক লাখ ইউনিট ক্ষমতা সম্পন্ন নিল রং এর ভিটামিন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে দুই লাখ ইউনিট ক্ষমতা সম্পন্ন লাল রং’র ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস কর্তৃক জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন প্রথম রাউন্ড উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার আলমডাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারমান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান, ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, লুৎফর রহমান, পরিবার পরিকল্পনা অফিসার আব্দুস সাত্তার, উপজেলা সমাজসেবা অফিসার আবু তালেব, এসআই মিজানুর রহমান। স্বাস্থ্য পরিদর্শক মওলানা আনিসুর রহমানের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা খ. হামিদুল ইসলাম আজম, ডা. আব্দুল ওয়াহেদ, হাফেজ ওমর ফারুক, অফিস সহকারি মাসুদ রানা, এনটিএসআই নিজাম উদ্দিন, আলমডাঙ্গা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মওলানা রবিউল হক আনসারী প্রমূখ। অনুষ্ঠানে ভিটামিন এ প্লাসের গুরুত্ব সম্পর্কে বিস্তারিতভাবে তুলে ধরা হয়। প্রধান অতিথি বলেন ৬ থেকে ১১ মাস বয়সী বাচ্চাকে একটি নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে। শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মত ঘরে তৈরি সুষম খাবার খাওয়াতে হবে।
জীবননগর অফিস জানিয়েছে, আগামী ৫ আগস্ট জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জীবননগরে অবহতিকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান এই প্রতিপাদ্যকে সামনে রেখে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে সভা অনুষ্ঠিত হয়। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু. মো. আ. লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, সীমান্ত ইউপি চেয়ারম্যান ময়েন উদ্দিন মঈন, হাসাদহ ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, স্বাগত বক্তব্য রাখেন ডা. মাহামুদা খাতুন, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল কবির, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, জীবননগর থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন জীবননগর পৌর সভার প্যানেল মেয়র সাইদুর রহমান, সাংবাদিক জাহিদ বাবু, সালাউদ্দিন কাজল, মিঠুন মাহমুদসহ মসজিদের ইমাম, স্থানীয় সুধীব্যাক্তিগন উপস্থিত ছিলেন। এ বছর জীবননগর উপজেলায় ১শ ১২টি কেন্দ্রে ১৭ হাজার ১০ জন শিশুকে ভিটামিন এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। অনুষ্ঠানে শুরুতে ভিটামিন এ’প্লাস ক্যাপসুলের অভাবে শিশুর কি কি সমস্যা হতে পারে তার উপরে প্রজেক্টটরের মাধ্যমে একটি প্রতিবেদন দেখান ডা. হেলেনা আক্তার নিপা। উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন মুন্সী আব্দুর সবুর।
মেহেরপুর প্রতিনিধি জানিয়েছেন, আগামী ৫ আগষ্ট জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষে মেহেরপুরে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের যৌথ উদ্যোগে জেলা স্বাস্থ্য বিভাগ এ ওরিয়েন্টেশন সভার আয়োজন করে। ওরিয়েন্টেশন সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. জিকেএম সামছুজ্জামান।  অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় কো-অর্ডিনেটর ডা. আরিফুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অলোক কুমার দাস, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন। মতবিনিময় সভায় জেলার সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন। সিভিল সার্জন ডা. জিকেএম সামসুজ্জামান পার্শপ্রতিক্রিয়া এড়াতে খালি পেটে ভিটামিন এ প্লাস ক্যাপসুল না খাওয়ানোর পরামর্শ দেন। তিনি জানান, জেলার ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ৪৩২ জন শিশুকে নীল এক লাখ ইউনিট ক্ষমতা সম্পন্ন নিল রং এর ভিটামিন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৬০ হাজার ৩৬৮ জন শিশুকে দুই লাখ ইউনিট ক্ষমতা সম্পন্ন লাল রং’র ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। কর্মসূচী সফল ভাবে সম্পন্ন করার লক্ষে জেলা ব্যাপী ৪৯০টি কেন্দ্রে দু’জনকে ৯৮০ জন স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে চুয়াডাঙ্গা-মেহেরপুরে অবহিতকরণ ও পরিকল্পনা সভা : আগামী ৫ আগস্ট শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

আপলোড টাইম : ০৬:৩৮:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০১৭

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা-মেহেরপুরের বিভিন্ন স্থানে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৫ আগস্ট ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল এক লাখ ইউনিট ক্ষমতা সম্পন্ন নিল রং এর ভিটামিন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে দুই লাখ ইউনিট ক্ষমতা সম্পন্ন লাল রং’র ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস কর্তৃক জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন প্রথম রাউন্ড উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার আলমডাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারমান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান, ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, লুৎফর রহমান, পরিবার পরিকল্পনা অফিসার আব্দুস সাত্তার, উপজেলা সমাজসেবা অফিসার আবু তালেব, এসআই মিজানুর রহমান। স্বাস্থ্য পরিদর্শক মওলানা আনিসুর রহমানের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা খ. হামিদুল ইসলাম আজম, ডা. আব্দুল ওয়াহেদ, হাফেজ ওমর ফারুক, অফিস সহকারি মাসুদ রানা, এনটিএসআই নিজাম উদ্দিন, আলমডাঙ্গা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মওলানা রবিউল হক আনসারী প্রমূখ। অনুষ্ঠানে ভিটামিন এ প্লাসের গুরুত্ব সম্পর্কে বিস্তারিতভাবে তুলে ধরা হয়। প্রধান অতিথি বলেন ৬ থেকে ১১ মাস বয়সী বাচ্চাকে একটি নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে। শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মত ঘরে তৈরি সুষম খাবার খাওয়াতে হবে।
জীবননগর অফিস জানিয়েছে, আগামী ৫ আগস্ট জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জীবননগরে অবহতিকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান এই প্রতিপাদ্যকে সামনে রেখে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে সভা অনুষ্ঠিত হয়। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু. মো. আ. লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, সীমান্ত ইউপি চেয়ারম্যান ময়েন উদ্দিন মঈন, হাসাদহ ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, স্বাগত বক্তব্য রাখেন ডা. মাহামুদা খাতুন, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল কবির, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, জীবননগর থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন জীবননগর পৌর সভার প্যানেল মেয়র সাইদুর রহমান, সাংবাদিক জাহিদ বাবু, সালাউদ্দিন কাজল, মিঠুন মাহমুদসহ মসজিদের ইমাম, স্থানীয় সুধীব্যাক্তিগন উপস্থিত ছিলেন। এ বছর জীবননগর উপজেলায় ১শ ১২টি কেন্দ্রে ১৭ হাজার ১০ জন শিশুকে ভিটামিন এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। অনুষ্ঠানে শুরুতে ভিটামিন এ’প্লাস ক্যাপসুলের অভাবে শিশুর কি কি সমস্যা হতে পারে তার উপরে প্রজেক্টটরের মাধ্যমে একটি প্রতিবেদন দেখান ডা. হেলেনা আক্তার নিপা। উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন মুন্সী আব্দুর সবুর।
মেহেরপুর প্রতিনিধি জানিয়েছেন, আগামী ৫ আগষ্ট জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষে মেহেরপুরে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের যৌথ উদ্যোগে জেলা স্বাস্থ্য বিভাগ এ ওরিয়েন্টেশন সভার আয়োজন করে। ওরিয়েন্টেশন সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. জিকেএম সামছুজ্জামান।  অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় কো-অর্ডিনেটর ডা. আরিফুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অলোক কুমার দাস, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন। মতবিনিময় সভায় জেলার সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন। সিভিল সার্জন ডা. জিকেএম সামসুজ্জামান পার্শপ্রতিক্রিয়া এড়াতে খালি পেটে ভিটামিন এ প্লাস ক্যাপসুল না খাওয়ানোর পরামর্শ দেন। তিনি জানান, জেলার ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ৪৩২ জন শিশুকে নীল এক লাখ ইউনিট ক্ষমতা সম্পন্ন নিল রং এর ভিটামিন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৬০ হাজার ৩৬৮ জন শিশুকে দুই লাখ ইউনিট ক্ষমতা সম্পন্ন লাল রং’র ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। কর্মসূচী সফল ভাবে সম্পন্ন করার লক্ষে জেলা ব্যাপী ৪৯০টি কেন্দ্রে দু’জনকে ৯৮০ জন স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।