ইপেপার । আজ শুক্রবার, ২১ মার্চ ২০২৫

আলমডাঙ্গায় গেজেটভুক্ত ভাতাভোগী ১৩০ জন তালিকাভুক্ত মুক্তিযোদ্ধার নামের তালিকা প্রনয়ন : ২৩ জন ভাতাভোগী মুক্তিযোদ্ধাকে নানা কারণ দেখিয়ে বাদ দেয়ার সুপারিশ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৬:২৮:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০১৭
  • / ৮০৬ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি কর্তৃক গেজেটভুক্ত ভাতাভোগী ১৩০জন ক তালিকাভুক্ত মুক্তিযোদ্ধার নামের তালিকা প্রনয়ন করা হয়েছে। এছাড়াও ২৩ জন ভাতাভোগী মুক্তিযোদ্ধাকে নানা কারণ দেখিয়ে মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেবার সুপারিশ করা হয়েছে। জানা যায়, সারা দেশে নতুন করে সকল মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ের কার্যক্রম শুরু করা হয়। পাশাপাশি দীর্ঘদিন বাদ পড়ে থাকা মৃক্তিযোদ্ধাদের নতুন করে তালিকাভুক্তের সুযোগ সৃষ্টি হলে বাদ পড়া মুক্তিযোদ্ধারা অনলাইনে আবেদন করেন। আলমডাঙ্গা থেকে প্রায় ১হাজার নতুন মুক্তিযোদ্ধা অনলাইনে আবেদন করেন। পাশাপাশি গেজেটভূক্ত ও ভাতা ভোগী মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়। গেজেটভূক্ত ও ভাতাভোগী ১৫৩জন মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ের মাধ্যমে ১৩০ জনকে চুড়ান্ত করা হয়। বিভিন্ন কারণ দেখিয়ে ২৩জন বাদদেওয়ার সুপারিশ করা হয়েছে।
গেজেটভুক্ত ১৩০ জনের চুড়ান্ত তালিকা ভুক্তরা হলেন, আব্দুর রহমান, একদিল, মৃত-সামসুল আলম, মৃত. মঈনদ্দিন, হকাজ্জেল আলী, মৃত বজলুর রহমান, মিনহাজ উদ্দিন, মৃত মোজাহার আলী, আব্দুল মজিদ, মৃত শাজাহান, আব্দুর রহমান, আইনদ্দিন, ডা. লিয়াকত আলী, মৃত মজলুল হক, মুনতাজ আলী, মঈনুদ্দিন, বজলুর রহমান, আবু বকর বিশ্বাস, মতলেব আলী মন্ডল, আ. মজিদ (আজিদ), লাল চাদ, মোছা. সাজেদা খাতুন, আবু তালেব, মৃত  সিরাজুল ইসলাম, নাসির উদ্দিন, খতিব উদ্দিন, রবিউল ইসলাম, রমজান আলী, আবু সাঈদ, ইছাহক মালিতা, আ. গনি, ছারোয়ার হোসেন, মৃত ময়নূল হক, মৃত আব্দুল বারী, আমিনুল হক, বিশারত আলী, মৃত মহিউদ্দিন, মুছাব আলী, মৃত নাজিমউদ্দিন, সৈয়ব উদ্দিন, ফিরোজুল ইসলাম, মৃত  আব্বুস সাত্তার, মৃত আবু মোহাম্মদ হাসান, ইলিয়াস উদ্দিন, মহসিন আলী, আহসান আলী, আব্দুল খালেক, মৃত হাবিবার রহমান, নবিছ উদ্দিন, আব্দুল মাবুদ, এবিএম মাহমুদুল হাসান, নজরুল ইসলাম, মারফত আলী, আব্দুল কাদের পিতা মৃত ফজর আলী, আইয়ুব আলী, লাল মোহাম্মদ জোয়ার্দ্দার, আব্দুল ওয়াহেদ, আসকার আলী, একে শামসুদ্দিন, ফয়জুদ্দিন, মৃত কায়েম উদ্দীন মন্ডল, শুকুর আহমেদ, তাইজাল হোসেন, লুৎফর রহমান, ওয়াজেদ আলী, নুর ইসলাম, আইনুদ্দিন মন্ডল, নজরুল ইসলাম, হারুন-অর-রশিদ, মৃত ইয়াকুব হোসেন, আহসান হাবীব মৃধা, বাহার আলী, মরহুম গহর আলী, সিরাজুল ইসলাম, মানোয়ার হোসেন, আইয়ুব হোসেন, মৃত ওয়াহিদুজ্জামান, আব্দুল খালেক, আব্দুল মাবুদ, আব্দুল কুদ্দুস, শহীদ হেফাজদ্দিন, আব্দুল বাখের, আব্দুর রহিম, আজগর আলী, হেলাল উদ্দীন, মৃত আমিরুল ইসলাম, ইদ্রিস আলী, রওশন জামান, মরহুম মুনসুর আলী, সামসুল হক, মৃত জিন্নাত আলী, রবিউল হক, মো. রায়হান বিঃ, আবু বক্কর, মৃত শািহদুল হক, এসএম ইদ্রিস আলী, মৃত আবু হোসেন, মহসিন আলী, রেজাউল করিম, আব্দুল মজিদ, আব্দুল জব্বার, আজিবর রহমান, শ্রী সৌমেন্দ্র নাথ সাহা, দাউদ আলী, সহিদুল ইসলাম, শমসের আলী, আকমত মন্ডল, মৃত মোতাহারুল ইসলাম, আবু বকর সিদ্দিক, নূরুল ইসলাম, বিশারত আলী, আজিবর রহমান, ইউনুছ আলী, জাফর বিশ্বাস, মোয়াজ্জেম হোসেন, মৃত আবু ছিদ্দিক, শ্রীকৃষ্ণ মেনন বিশ্বাস, মৃত মতলেব আলী, খন্দকার ছাইদুর  রহমান, আব্দুল জব্বার, আত্তাপ হোসেন চৌধুরী, জামাল উদ্দিন, মৃত ড. একেএম মতিয়ার রহমান, রমজান আলী বিঃ, সিপাহী রেজাউল আলম, নায়েক সিগঃ আনছারুল হক, জাহাঙ্গীর আলম, আলী আকবর জোয়ার্দ্দার, আবুল কাশেম, মৃত আনিসুর রহমান এবং খন্দকার হামিদুল ইসলাম আজম।
অন্যদিকে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি নানা কারণে মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেওয়ার জন্য সুপারিশকৃত গেজেটভুক্ত ভাতাভোগী মুক্তিযোদ্ধারা হলেন, মৃত সামসুল হক- (বাড়াদি), উম্বাদ আলী- (খুদিয়াখালী), কায়েস আলী- (বড়বোয়ালিয়া), ইউসুফ আলী- (মোড়ভাঙ্গা), আবু সদ্দিন-( ভাংবাড়িয়া), মজনুল হক- (হাটুভাঙ্গা), মো. সলেমান- (শালিকা), বজলুর রহমান-( ওসমানপুর), আতিয়ার রহমান-( কয়রাডাঙ্গা), আবু তালেব- (দমদমা), মো. আব্দুল মান্নান- (হাটুভাঙ্গা), ইলিয়াস রহমান- (জেহালা), আব্দুর রহমান-( কোর্টপাড়া), রমজান আলী-( গোবিন্দপুর), মো. রাহেল উদ্দিন- (হাটবোয়ালিয়া), মৃত আফতাব উদ্দিন- (ভাংবাড়িয়া), আল আমিন হক- (শেখপাড়া), মো. সেলিম উদ্দিন খান-( বড়গাংনি), ময়াজ্জেম হোসেন-( বক্সিপুর), মো. সামসুল হক-( শালিকা), মো. সাহাদত হোসেন- (কেদারনগর), মো. মকবুল হোসেন-( শালিকা), ড. মোল্লা মবিরুল হোসেন-( গড়চাপড়া)।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

আলমডাঙ্গায় গেজেটভুক্ত ভাতাভোগী ১৩০ জন তালিকাভুক্ত মুক্তিযোদ্ধার নামের তালিকা প্রনয়ন : ২৩ জন ভাতাভোগী মুক্তিযোদ্ধাকে নানা কারণ দেখিয়ে বাদ দেয়ার সুপারিশ

আপলোড টাইম : ০৬:২৮:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০১৭

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি কর্তৃক গেজেটভুক্ত ভাতাভোগী ১৩০জন ক তালিকাভুক্ত মুক্তিযোদ্ধার নামের তালিকা প্রনয়ন করা হয়েছে। এছাড়াও ২৩ জন ভাতাভোগী মুক্তিযোদ্ধাকে নানা কারণ দেখিয়ে মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেবার সুপারিশ করা হয়েছে। জানা যায়, সারা দেশে নতুন করে সকল মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ের কার্যক্রম শুরু করা হয়। পাশাপাশি দীর্ঘদিন বাদ পড়ে থাকা মৃক্তিযোদ্ধাদের নতুন করে তালিকাভুক্তের সুযোগ সৃষ্টি হলে বাদ পড়া মুক্তিযোদ্ধারা অনলাইনে আবেদন করেন। আলমডাঙ্গা থেকে প্রায় ১হাজার নতুন মুক্তিযোদ্ধা অনলাইনে আবেদন করেন। পাশাপাশি গেজেটভূক্ত ও ভাতা ভোগী মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়। গেজেটভূক্ত ও ভাতাভোগী ১৫৩জন মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ের মাধ্যমে ১৩০ জনকে চুড়ান্ত করা হয়। বিভিন্ন কারণ দেখিয়ে ২৩জন বাদদেওয়ার সুপারিশ করা হয়েছে।
গেজেটভুক্ত ১৩০ জনের চুড়ান্ত তালিকা ভুক্তরা হলেন, আব্দুর রহমান, একদিল, মৃত-সামসুল আলম, মৃত. মঈনদ্দিন, হকাজ্জেল আলী, মৃত বজলুর রহমান, মিনহাজ উদ্দিন, মৃত মোজাহার আলী, আব্দুল মজিদ, মৃত শাজাহান, আব্দুর রহমান, আইনদ্দিন, ডা. লিয়াকত আলী, মৃত মজলুল হক, মুনতাজ আলী, মঈনুদ্দিন, বজলুর রহমান, আবু বকর বিশ্বাস, মতলেব আলী মন্ডল, আ. মজিদ (আজিদ), লাল চাদ, মোছা. সাজেদা খাতুন, আবু তালেব, মৃত  সিরাজুল ইসলাম, নাসির উদ্দিন, খতিব উদ্দিন, রবিউল ইসলাম, রমজান আলী, আবু সাঈদ, ইছাহক মালিতা, আ. গনি, ছারোয়ার হোসেন, মৃত ময়নূল হক, মৃত আব্দুল বারী, আমিনুল হক, বিশারত আলী, মৃত মহিউদ্দিন, মুছাব আলী, মৃত নাজিমউদ্দিন, সৈয়ব উদ্দিন, ফিরোজুল ইসলাম, মৃত  আব্বুস সাত্তার, মৃত আবু মোহাম্মদ হাসান, ইলিয়াস উদ্দিন, মহসিন আলী, আহসান আলী, আব্দুল খালেক, মৃত হাবিবার রহমান, নবিছ উদ্দিন, আব্দুল মাবুদ, এবিএম মাহমুদুল হাসান, নজরুল ইসলাম, মারফত আলী, আব্দুল কাদের পিতা মৃত ফজর আলী, আইয়ুব আলী, লাল মোহাম্মদ জোয়ার্দ্দার, আব্দুল ওয়াহেদ, আসকার আলী, একে শামসুদ্দিন, ফয়জুদ্দিন, মৃত কায়েম উদ্দীন মন্ডল, শুকুর আহমেদ, তাইজাল হোসেন, লুৎফর রহমান, ওয়াজেদ আলী, নুর ইসলাম, আইনুদ্দিন মন্ডল, নজরুল ইসলাম, হারুন-অর-রশিদ, মৃত ইয়াকুব হোসেন, আহসান হাবীব মৃধা, বাহার আলী, মরহুম গহর আলী, সিরাজুল ইসলাম, মানোয়ার হোসেন, আইয়ুব হোসেন, মৃত ওয়াহিদুজ্জামান, আব্দুল খালেক, আব্দুল মাবুদ, আব্দুল কুদ্দুস, শহীদ হেফাজদ্দিন, আব্দুল বাখের, আব্দুর রহিম, আজগর আলী, হেলাল উদ্দীন, মৃত আমিরুল ইসলাম, ইদ্রিস আলী, রওশন জামান, মরহুম মুনসুর আলী, সামসুল হক, মৃত জিন্নাত আলী, রবিউল হক, মো. রায়হান বিঃ, আবু বক্কর, মৃত শািহদুল হক, এসএম ইদ্রিস আলী, মৃত আবু হোসেন, মহসিন আলী, রেজাউল করিম, আব্দুল মজিদ, আব্দুল জব্বার, আজিবর রহমান, শ্রী সৌমেন্দ্র নাথ সাহা, দাউদ আলী, সহিদুল ইসলাম, শমসের আলী, আকমত মন্ডল, মৃত মোতাহারুল ইসলাম, আবু বকর সিদ্দিক, নূরুল ইসলাম, বিশারত আলী, আজিবর রহমান, ইউনুছ আলী, জাফর বিশ্বাস, মোয়াজ্জেম হোসেন, মৃত আবু ছিদ্দিক, শ্রীকৃষ্ণ মেনন বিশ্বাস, মৃত মতলেব আলী, খন্দকার ছাইদুর  রহমান, আব্দুল জব্বার, আত্তাপ হোসেন চৌধুরী, জামাল উদ্দিন, মৃত ড. একেএম মতিয়ার রহমান, রমজান আলী বিঃ, সিপাহী রেজাউল আলম, নায়েক সিগঃ আনছারুল হক, জাহাঙ্গীর আলম, আলী আকবর জোয়ার্দ্দার, আবুল কাশেম, মৃত আনিসুর রহমান এবং খন্দকার হামিদুল ইসলাম আজম।
অন্যদিকে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি নানা কারণে মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেওয়ার জন্য সুপারিশকৃত গেজেটভুক্ত ভাতাভোগী মুক্তিযোদ্ধারা হলেন, মৃত সামসুল হক- (বাড়াদি), উম্বাদ আলী- (খুদিয়াখালী), কায়েস আলী- (বড়বোয়ালিয়া), ইউসুফ আলী- (মোড়ভাঙ্গা), আবু সদ্দিন-( ভাংবাড়িয়া), মজনুল হক- (হাটুভাঙ্গা), মো. সলেমান- (শালিকা), বজলুর রহমান-( ওসমানপুর), আতিয়ার রহমান-( কয়রাডাঙ্গা), আবু তালেব- (দমদমা), মো. আব্দুল মান্নান- (হাটুভাঙ্গা), ইলিয়াস রহমান- (জেহালা), আব্দুর রহমান-( কোর্টপাড়া), রমজান আলী-( গোবিন্দপুর), মো. রাহেল উদ্দিন- (হাটবোয়ালিয়া), মৃত আফতাব উদ্দিন- (ভাংবাড়িয়া), আল আমিন হক- (শেখপাড়া), মো. সেলিম উদ্দিন খান-( বড়গাংনি), ময়াজ্জেম হোসেন-( বক্সিপুর), মো. সামসুল হক-( শালিকা), মো. সাহাদত হোসেন- (কেদারনগর), মো. মকবুল হোসেন-( শালিকা), ড. মোল্লা মবিরুল হোসেন-( গড়চাপড়া)।