দর্শনা বাউল মন ক্রোড়পত্রের প্রকাশনা অনুষ্ঠানে এমপি টগর : জঙ্গিবাদ ঠেকাতে সংস্কৃতি চর্চার বিকল্প নেই
- আপলোড টাইম : ০৬:২৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০১৭
- / ৪৪৭ বার পড়া হয়েছে
আওয়াল হোসেন/ওয়াসীম রয়েল: দর্শনা আকুন্দবাড়িয়া গ্রামের বাউল পরিষদের ১৮ বছর পূর্তিতে বাউল মন ক্রোড়পত্রের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল সন্ধ্যায় দর্শনা প্রেসক্লাবে প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শনা পৌর আওয়ামীলীগের সভাপতি ও বাউল পরিষদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। প্রধান অতিথি তার বক্তব্য রাখতে গিয়ে বলেন, দেশ স্বাধীনের পর বিশেষ করে ১৯৭৫ সালের পর বাউলদের ফকির ও ধর্ম বিরোধী বলে তাদের বিভিন্ন ভাবে উচ্ছেদ করেছে। বাউলদের মধ্যে কি আছে তাদের আত্মকথা সর্ম্পকে না জেনে না বুঝে বিভিন্ন ভাবে হেই পতিপন্ন করেছে। আসলে তারা ছিল অস্প্রদায়িক। মানুষের মধ্যে সোনার মানুষ খুজতে বলেছে। আপনার এক সময় দেখেছে সারাদেশে রমনার বটমুলে যশোরের উদীচীতে এসব সাংস্কৃতিমনা মানুষের উপর বোমা হামলা করেছে। সংস্কৃতি চর্চা না থাকার ফলে দেশে জঙ্গিবাদ সৃষ্টি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শক্তহাতে জঙ্গিবাদকে দমন করে যাচ্ছে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা বাংলার লোকজ উৎসব গুলোকে ফিরিয়ে আনতে পারি। এরপর তিনি আগামী শীত মৌসুমের শুরুতেই একটি বাউল উৎসবের আয়োজন করার জন্য দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফকে দায়িত্ব দেন। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আজাদুল ইসলাম আজাদ, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান জিপু চৌধুরী, গোলাম ফারুক আরিফ, দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ, দর্শনা গণউন্নয়ন গ্রন্থাগারের পরিচালক আবু সুফিয়ান, দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনর্চাজ শোনিত কুমার গায়েন, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুজ্জামান ধীরু বাউল ও আওয়াল হোসেন, সাংবাদিক নজরুল ইসলাম, এম এ ওসমান, আহসান হাবিব মামুন, ওয়াসীম রয়েলসহ এলাকার বাউল ভক্ত ও শিল্পীরা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হানিফ মন্ডল।