চুয়াডাঙ্গা পৌর এলাকার ০৬নং ওয়ার্ডে বিভিন্ন সড়কে : আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন
- আপলোড টাইম : ০৬:৫৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০১৭
- / ৮৪৩ বার পড়া হয়েছে
গতকাল রবিবার বেলা ১২টায় স্থানীয় সরকার মন্ত্রনালয়ের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন বাংলাদেশ সরকার, অউই ও ঙঋওউ সহায়তাপুষ্ট তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প (ইউজিআইআইপি-৩), ঞযরৎফ টৎনধহ এড়াবৎহধহপব ধহফ ওহভৎধংঃৎঁপঃঁৎব ওসঢ়ৎড়াবসবহঃ (ঝবপঃড়ৎ) চৎড়লবপঃ (টএওওচ-৩) প্রকল্পের অর্থায়নে চুয়াডাঙ্গা পৌর এলাকার ০৬নং ওয়ার্ডের (ক) হাজরাহাটি হাজী মোড় হতে টাওয়ার মোড় হয়ে খেয়াঘাট পর্যন্ত আর সিসি ড্রেন, (খ) ০১নং ওয়ার্ডের ভিমরুল্লা নতুন জেলখানার সামনে আরসিসি ড্রেন, (গ) ০১নং ওয়ার্ডের সিএন্ডবি পাড়া রজনীগন্ধা সড়কে আরসিসি ড্রেন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন পৌরসভা মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। এ সময় উপস্থিত ছিলেন ০১নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম, ০৬নং ওয়ার্ড কাউন্সিলর রাসেদুল ইসলাম মানু, ১,২,৩নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর শাহিনা আক্তার রুবি, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আয়ুব আলী বিশ্বাস, সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওছার, প্রকল্পের স্থানীয় কর্মকর্তা, স্ব-স্ব এলাকার গর্ণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধি। প্রকল্পটি বাস্তবায়িত হলে পৌর এলাকার জলাবদ্ধতা দূরিভূতসহ সংশ্লিষ্ট এলাকাবাসীর জীবন যাত্রার মান উন্নয়ন হবে সেই সাথে বর্তমান সরকারের ভীষন-২০২১ বাস্তবায়িত হবে। -প্রেস বিজ্ঞপ্তি